কক্সবাংলা ডটকম(২২ জুন) :: কনফেডারেশন কাপের বিগ ম্যাচে আজ চিলির মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। রাশিয়ার কাজান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। এর আগে সেইন্ট পিটার্সবার্গে রাত ৯টায় ক্যামেরুন খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
সাম্প্রতিক সময়ে একবারই চিলির মুখোমুখি হয়েছে জার্মানি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চিলিকে হারাতে বেশ বেগ পেতে হয়েছিল বিশ্বচ্যাম্পিয়নদের। ওয়াকিম লোভ বেশ অবাকই হয়েছিলেন সেই ম্যাচ শেষে।
বিশ্বকাপ বাদে ফিফার কোন টুর্নামেন্টে এই প্রথম দেখা হচ্ছে দুই দলের। বড় আসরে সব সময়ই ফেবারিট জার্মানি। যদিও মূল খেলোয়াড়দের ছাড়া এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে জয় পেতে বেশ কষ্ট করতে হয়েছে ইউরোপ জায়ান্টদের। তবুও চিলির বিপক্ষে ফেবারিটই থাকছে জার্মানি।
বিশ্বচ্যাম্পিয়নদের যদি থাকে পাওয়ার ফুটবল, চিলির রয়েছে ছোট পাস। দক্ষিণ আমেরিকা জায়ান্টদের বিশেষ এই ধারার ফুটবল আলাদা করেছে সবার থেকে। পরিসংখ্যান অনুযায়ি চিলি পিছিয়ে থাকলেও টিম কম্বিনেশন দিয়ে জার্মানিকে চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য আছে চিলির। ভিদাল-ভারগারদের নিয়ে গড়া মাঝমাঠ, ফরোয়ার্ড লাইনে সানচেজ, ডিয়াজ, হের্নান্দেজরা বিপদ ঘটাতে প্রস্তুত যে কোন বড় দলের বিপক্ষে।
এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ক্যামেরুন। আফ্রিকার এই দলটা ফিফার যে কোন টুর্নামেন্টেই আলোচিত নাম। বড় কোন সাফল্য হয়তো আসে নি কিন্তু প্রতিবারই ফুটবলপ্রেমীদের আগ্রহের একটা জায়গা ধরে রাখে ক্যামেরুন। এবারের আসরে ক্যামেরুনকে এগিয়ে রাখছে ২০০৩ সালের একটি পরিসংখ্যান।
ফ্রান্সে আয়োজিত সেই আসরে রানার আপ হয়েছিল তারা। তাই প্রথম ম্যাচে চিলির কাছে হারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা জমাটে হবে তাতে সন্দেহ নেই। একবার রানার আপ হয়েছিল অস্ট্রেলিয়াও। সেটা ১৯৯৭ সালে।
এখনও পর্যন্ত কখনোই দেখা হয় নি দুই দলের। তাই এই দেখায় কাকে এগিয়ে রাখবে তা নিয়ে একটু দ্বিধায় থাকতেই পারে ফুটবল ফ্যানরা।
Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Chy