কক্সবাংলা ডটকম(১৭ জুন) :: বেশ কিছুদিন ধরেই ঝিমিয়ে রয়েছে ফুটবলের দূনিয়া৷ কারণ শেষ হয়ে গিয়েছে লা লিগা- ইপিএল মরশুম৷ ঝিমিয়ে পড়া ফুটবলে স্পন্দন ফেরাতে আসছে কনফেডারেশন কাপ৷ শনিবার রাত থেকেই রাশিয়া-নিউজিল্যান্ড ম্যাচের মধ্যে দিয়েই আবার ফুটবল ঝড় ফিরতে চলেছে৷
২০১৮ ফুটবলের মহোৎসব বসছে রাশিয়ায়৷ তার আয়োজন কেমন চলছে সেটা দেখার জন্যই আয়োজক দেশে অনুষ্ঠিত হয় কনফেডারেশন কাপ৷
‘এ’ গ্রুপে আছে রাশিয়া, নিউজিল্যান্ড, পর্তুগাল ও মেক্সিকো৷ অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, চিলি, অস্ট্রেলিয়া ও ক্যামেরুন৷ গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনাল৷ খেলাগুলো হবে মস্কো, সেন্ট পিটার্সবার্গ, সোচি ও কাজান-এ৷
২০১৫ সালের এএফসি এশিয়ান কাপের চ্যাম্পিয়ন হিসেবে আসরে অংশ নেয়ার সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া৷ মেক্সিকো কনকাকাফ ২০১৫, চিলি কোপা আমেরিকা, ক্যামেরুন আফ্রিকান নেশন্স কাপ আর পর্তুগাল ইউরো কাপ জিতে নিশ্চিত করেছে এই টুর্নামেন্টের টিকিট৷ আর আয়োজক দেশ হিসেবে রাশিয়া ও বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে জার্মানি৷
Posted ৩:০০ অপরাহ্ণ | শনিবার, ১৭ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta