কক্সবাংলা ডটকম(২৩ ডিসেম্বর) :: ক্লাব ফুটবলের উত্তাপ, আবেগ আর আশা-আশঙ্কার কেন্দ্রে এল ক্ল্যাসিকো। বিশ্ব ক্লাব ফুটবলের দুই প্রতিভু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা আজ মুখোমুখি। শিরোপার হিসাব-নিকাশ সামনে চলে আসায় এই ক্ল্যাসিকো পাচ্ছে ভিন্ন মাত্রা। চলতি লা লিগায় এখন পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে বার্সা। আজ পরাজয় মানে শিরোপা রেস থেকে রিয়ালের এক রকম ছিটকে পড়া। এমনি অবস্থায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ফুটবলের ক্ল্যাসিক লড়াই।
কাগজে-কলমে পার্থক্য ১১ পয়েন্টের। প্রকৃত ম্যাচ হিসাবে এ ব্যবধান ৮ পয়েন্টের। তবে এসব পয়েন্টের হিসাব নয়, রিয়াল শিবিরের ভাবনায় লা লিগা শিরোপা। গত মৌসুমে লা লিগা শিরোপা জয়, টানা দুবার চ্যাম্পিয়ন লিগ শিরোপা, চলতি মৌসুমে দু-দুটো শিরোপা— এগুলো থেকেই প্রেরণা খুঁজছে জিনেদিন জিদান বাহিনী।
রিয়াল মধ্যমাঠের প্রাণশক্তি ব্রাজিলিয়ান কাসেমিরোর ভাষায়, ‘বার্সা কিছু পয়েন্টে এগিয়ে আছে। কিন্তু আমরা যা অর্জন করেছি, সেগুলো নিয়েই কথা বলতে বেশি পছন্দ করি। মৌসুম শেষে শিরোপা জেতাটাই বড় কথা। আর শিরোপার কথা মনে রেখেই আমরা লড়াই করব।’
বার্সাকে হারানোর জ্বালানি নিয়ে দোর্দণ্ডপ্রতাপে শিরোপা রেসে ফিরবে এবং মাথা উঁচু করে মাঠ ছাড়বে, এমন প্রতিজ্ঞা রিয়াল শিবিরে। তবে সাম্প্রতিক ফর্ম কথা বলছে বার্সার হয়েই। টানা ২৪ ম্যাচে দলটি অপরাজিত। গোল করার দিক থেকে যেমন এগিয়ে, তেমনি রক্ষণ দুর্গ আগলে রাখার ক্ষেত্রেও দারুণ মুনশিয়ানা দেখাচ্ছে বার্সা। অপরাজিত থাকা ২৪ ম্যাচে মাত্র আট গোল হজম করেছে দলটি। সামনে থেকে দলকে টানছেন লিওনেল মেসি। নেইমারের শূন্যস্থানও অনেকটা কাটিয়ে উঠেছে কাতালান জায়ান্টরা।
সম্প্রতি স্বরূপে ফিরেছেন লুই সুয়ারেজ। মেসি-জর্দি আলবা রসায়নটাও জমে উঠেছে দারুণভাবে। গত এপ্রিলের এল ক্ল্যাসিকো অনেকের স্মৃতিতেই এখনো টাটকা। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে আলবার সঙ্গে দেয়া-নেয়া করে রিয়ালের জালে বল জড়িয়ে দিয়েছিলেন মেসি। ওই ম্যাচে ৩-২ গোলে জেতে বার্সা।
আগের দিন জোর গুজব ছিল রিয়ালের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনলদো পুরোপুরি ফিট নন। সব গুজব-আশঙ্কাকে ভুল প্রমাণ করে দিয়ে সতীর্থদের সঙ্গে পূর্ণোদ্যমে অনুশীলন করেছেন সিআর সেভেন। সঙ্গে খুশির বার্তা নিয়ে এসেছেন গ্যারেথ বেল।
গত সপ্তায় ক্লাব বিশ্বকাপ জেতায় ভালো ভূমিকা রাখেন বেল। সব মিলিয়ে এবারের মৌসুমে আজ প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে বিবিসিকে (বেল-বেনজেমা-ক্রিস্টিয়ানো)। বেলের গতির সঙ্গে দুরন্ত গতির মার্কো অ্যাসেনসিও হয়ে উঠতে পারেন বিপজ্জনক।
বার্সার আঁটসাঁট রক্ষণভাগের সামনে আছে পাওলিনহো-রাকিতিসের মতো মিডফিল্ডার। ন্যু ক্যাম্প টেন্টে বার্সার নতুন রিক্রুট পাওলিনহো শুরুতে খুব সুবিধা করতে না পারলেও এ মুহূর্তে দলের জন্য হয়ে উঠেছেন খুবই অপরিহার্য। লা লিগায় এখন পর্যন্ত ছয় গোল করেছেন এই ব্রাজিলিয়ান। মেসি-রোনালদোর সঙ্গে দুই দলের দুই ব্রাজিলিয়ান পাওলিনহো ও কাসেমিরোর দ্বৈরথ জোগাচ্ছে ভিন্ন এক আকর্ষণ।
সব কথার শেষ কথা রিয়াল কোচের নাম জিদান। ‘লাস্ট স্ট্রোক’ কথাটিকে অনেকটাই নিজের করে নিয়েছেন এই ফুটবল মস্তিষ্ক। শেষ মুুহূর্তে জিদানের কোনো একটা ম্যাজিক পাল্টে দিতে পারে ম্যাচের হিসাব-নিকাশ। তাই বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দের জন্যও অপেক্ষা করে আছে এক কঠিন চ্যালেঞ্জ।
Posted ২:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta