কক্সবাংলা ডটকম(১৪ জুন) :: হলিউডের সঙ্গে এখন বলিউডের তারকাও পাল্লা দিচ্ছেন৷ নইলে আয়ের অঙ্কে তারা যে বিশেষ পিছিয়ে নেই তা বোঝা যাচ্ছে ফোর্বসের তালিকায়৷ শাহরুখ, সলমনের পাশাপাশি ওই দলে রয়েছেন অক্ষয়কুমারও৷
‘ফোর্বস ম্যাগাজ়িনের’ সমীক্ষায় জানা গিয়েছে বিনোদন জগতে উপার্জনের দিক থেকে এই তিন ভারতীয় তারকার নাম রয়েছে একসাথে। এই সমীক্ষা অনুযায়ী উপার্জনের দিক থেকে এই ভারতীয় তিনজনের মধ্যে শীর্ষ স্থানে রয়েছেন শাহরুক খান। তাঁর আয় ২৪৫ কোটি টাকা। বিশ্বে ৬৫ নম্বর স্থান অধিকার করেছেন কিং খান।
পাশাপাশি সলমন খান ও রয়েছেন কিং খানের পরেই। তাঁর রোজগার প্রায় ২৩৮ কোটি টাকা। বিশ্বে ৭১ তম স্থান অধিকার করেছেন সলমন খান। খানদের টক্কর দিতে না পারলেও কাছাকাছি রয়েছেন অক্ষয় কুমার। ২২৯ কোটি টাকা আয় করে ৮০তম স্থান অধিকার করেছেন তিনি।
অন্যদিকে খেলার জগতের চকলেট বয় বিরাট কোহলিও কিন্তু রয়েছেন এই অভিনেতাদের পরেই তাঁর মোট উপার্জন ১৪১ কোটি টাকা। উপার্জনকারী তারকাদের মধ্যে শীর্ষে রয়েছেন অ্যামেরিকান গায়ক সিন কম্বস। তাঁর উপার্জন প্রায় ৮৩৮ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন গায়িকা বেয়ন্সে। উপার্জন প্রায় ৬৭৬ কোটি টাকা।
Posted ১২:৫২ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Chy