কক্সবাংলা ডটকম :: ২০২১ সালে যখন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের প্রথম প্যান ইন্ডিয়া ফিল্ম ‘পুষ্পা: দ্য রাইজ’ প্রেক্ষাগৃহে রিলিজ করেছিল, তখন থেকেই হিন্দিতে তেলেগু ছবির ক্রেজ চলছে।
যা অবাক করেছে সকলকে। শুধুমাত্র হিন্দি ডাবিং-এই হিন্দি দর্শকদের নজর কেড়েছে এই ছবিটি। তখন থেকেই ‘পুষ্পা’ ছবি নিয়ে হিন্দি দর্শকদের মধ্যে বিপুল উন্মাদনা।
‘পুষ্পা 2: দ্য রুল’-এর জন্যে আল্লু অর্জুন হিন্দি দর্শকদের কাছেও ব্যপক জনপ্রিয়তা পেয়েছেন। গত ৫ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই প্রেক্ষাগৃহে রীতিমতো ঝড় তুলছে।
ইতিমধ্যেই ছবিটি ভারতে ১,০০০ কোটি আয়ের সন্মুখে রয়েছে। বিশ্বব্যাপী ১,৫০০ কোটি টাকা আয় করেছে। তবে ভারতে ছবিটি হিন্দি ভাষাতেই বেশি জনপ্রিয়তা কুড়িয়েছে।
এই মূহুর্তে হিন্দি বক্স অফিসের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবি হয়ে উঠেছে পুষ্পা ২। আর এই কারণেই আল্লু অর্জুন হিন্দি ফিল্ম বাজারে দ্বিতীয় দক্ষিণী তারকা হয়ে উঠেছেন।
এর আগে, প্রভাসের ‘বাহুবলী 2’ হিন্দিতে সবচেয়ে লাভজনক ছবি হয়ে উঠেছিল।
‘পুষ্পা 2’ মুক্তির দ্বিতীয় সপ্তাহেও বিশাল আয় করেছে। বক্সঅফিসে রীতিমতো দাবানল সৃষ্টি করছে এই ছবি। ‘পুষ্পা 2’ দ্বিতীয় সপ্তাহান্তে শুধুমাত্র হিন্দি ভাষায় ১২৮ কোটি টাকা আয় করেছে।
যা হিন্দি ছবির ক্ষেত্রে মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তে সর্বোচ্চ আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে।
গত সোমবারও আল্লু অর্জুনের চলচ্চিত্রটি ২০ কোটি টাকার বেশি সংগ্রহ করেছিল। বুধবার তা বেড়ে ১৭ কোটি টাকা পৌঁছেছে।
‘পুষ্পা 2’-এর হিন্দি ভাষায় মোট সংগ্রহ হয়েছে ৬১৮ কোটি টাকা। মজার বিষয় হল ‘স্ত্রী 2’ ৯ সপ্তাহে ৬২৭ কোটি টাকা আয় করেছিল, যা ‘পুষ্পা 2’ মাত্র ১৫ দিনেই কামিয়ে নিয়েছে।
আল্লু অর্জুনের ছবি শাহরুখ খানের ব্লকবাস্টার ‘জাওয়ান’কেও পরাজিত করে ফেলেছে।
এদিকে ‘স্ত্রী 2’-এর রেকর্ড ৬ মাসও স্থায়ী হল না। তেলেগু ইন্ডাস্ট্রির হিন্দি ডাব করা ছবিই বলিউডে এখন রাজত্ব করছে। ছবিকে পিছনে ফেলে শীর্ষ হিন্দি ছবিতে পরিণত হয়েছে পুষ্পা 2। এই মূহুর্তে সেরা ৫ টি হিন্দি সিনেমা হল,
১. পুষ্পা 2 – ৬৩৩ কোটি টাকা
২. স্ত্রী 2 – ৬২৭ কোটি টাকা
৩. জওয়ান – ৫৮৪ কোটি টাকা
৪. গদর 2 – ৫২৫.৭০ কোটি টাকা
৫. পাঠান – ৫২৫.৯৩ কোটি টাকা
Posted ১:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta