শহিদুল ইসলাম,উখিয়া(৮ আগস্ট) :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বÑপরিবারকে হত্যা করে বিদেশে পালিয়ে যাওয়া খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবীতে মঙ্গলবার সকালে উখিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সহকারে ছাত্রলীগের নেতা কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে একটি স্বারক লিপি প্রদান করেন।
পরে এক পথ সভায় বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা আওযামীলীগের দপ্তর সম্পাদক নুরুল হক খান, যুবলীগ সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারন সম্পাদক ইমাম হোসেন, উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল, জেলা কৃষকলীগ নেতা কাজী আক্তার উদ্দিন টুনু, সাবেক ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহামুদুল্লাহ, ইউপি সদস্য আবদুর রহিম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মকবুল হোসেন মিথুন, উখিয়া কলেজ সভাপতি সাইদুল আমিন টিপু প্রমূখ।
বক্তারা বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ থেকে এদেশে নিয়ে এসে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবী জানান।
Posted ১১:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta