এম.এ আজিজ রাসেল(৬ আগস্ট) :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবীতে জেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৬ আগস্ট (রবিবার) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে কেন্দ্রীয় নির্বাহী সংসদের কর্মসূচির আলোকে এই কর্মসূচী পালন করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের সভাপতিত্বে ও মোরশেদ হোসাইন তানিমের সঞ্চালনায় অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমেদ, কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য ইসমাইল সাজ্জাদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহীম আজাদ বাবু, মারুফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, নাজমুল ইসলাম শাকিল, দপ্তর সম্পাদক শাহ নেওয়াজ, ত্রান ও দূযোগ সম্পাদক আলিফ খান, সাংস্কৃতিক সম্পাদক মীর মাহাম্মদ বাপ্পী, সাহিত্য সম্পাদক ইরফানুল হক হিমু, জেলা ছাত্রলীগ ও শহর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদি হাসান মুন্না, উপ প্রচার সম্পাদক ইমতিয়াজ আহমেদ, উপ অপ্যায়ন সম্পাদক মিফতাহুল করিম বাবু, শহর শাখার সভাপতি হাসান ইকবাল রিপন , কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি জাকের হোসেন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি তামজিদ পাশা, সাধারণ সম্পাদক মুন্না,কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগ সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক ওয়াসিফ কবির, কক্সবাজার পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি হিমেদ মাহমুদ, সাধারণ সম্পাদক রাজুসহ বিভিন্ন ইউনিট থেকে আগত অসংখ্য নেতাকর্মী।
মানববন্ধন শেষে কক্সবাজার প্রশাসক মোঃ আলী হোসেন মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
Posted ৯:৪০ অপরাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta