শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বঙ্গবন্ধু হেসেই উড়িয়ে দিতেন হত্যার আশংকার কথা

বুধবার, ০২ আগস্ট ২০১৭
672 ভিউ
বঙ্গবন্ধু হেসেই উড়িয়ে দিতেন হত্যার আশংকার কথা

কক্সবাংলা ডটকম(২ আগস্ট) :: আগস্ট মাস এলেই আমার চিন্তা এলোমেলো হয়ে যায়। কিছুতেই গুছিয়ে কিছু বলে উঠতে পারি না। তবে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর স্বঘোষিত প্রেসিডেন্ট হয়ে খন্দকার মোস্তাক যে ভাষণটি দিয়েছিলেন তার কয়েকটি কথা আমি কিছুতেই ভুলতে পারি না। সে কথাগুলো ছিল এরকম— “সকলেই এই শাসনব্যবস্থার পরিবর্তন চাইছিল। কিন্তু প্রচলিত নিয়মে পরিবর্তন চাইছিল। কিন্তু প্রচলিত নিয়মে পরিবর্তন সম্ভব ছিল না বলেই সরকার পরিবর্তনে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হয়। ঐতিহাসিক প্রয়োজনে সেনাবাহিনী জনগণের জন্য সুযোগের স্বর্ণোদ্বার খুলে দিয়েছে”।

আমরা সকলেই সেদিন বুঝে নিয়েছিলাম যে জনগণের জন্য নয়, সুযোগের স্বর্ণোদ্বার খুলে গিয়েছে মোস্তাকের মতো পাকিস্তান প্রেমিকদের জন্য। বুঝে ফেলেছিলাম যে, বাংলাদেশের রাজনৈতিক নাটকে এই নতুন অংকে নিহত পাকিস্তানের ভোটই মঞ্চ দখল করে রাখবে।

তবে খন্দকার মোস্তাক বা আর কোনো ব্যক্তি নয়, সাম্রাজ্যবাদের মদদেই যে বঙ্গবন্ধু নিহত হয়েছিলেন এখন তো সকলেরই কাছে স্পষ্ট হয়ে যাওয়ার কথা। তাই সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থানের দৃঢ় থেকেই আমরা বঙ্গবন্ধুর প্রকৃত উত্তরাধিকার বহনে সক্ষম হব। একথাও না বুঝার কোনো কারণ নেই।

বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকারে তাজউদ্দিনসহ যারা সোচ্চার সাম্রাজ্যবাদ বিরোধী ছিলেন, তারা প্রায় কেউই সে সরকারে থাকতে পারেননি। যারা টিকেছিলেন, সাম্রাজ্যবাদের দালালদের প্রবল দৌরাত্ম্যে তারাও ছিলেন কুনটাসা। এরকম পরিস্থিতিটি মুক্তিযুদ্ধের মূল্যবোধ প্রতিষ্ঠার প্রতিকূল হলেও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী তথা মনে-প্রাণে পাকিস্তান পন্থিদের জন্য হয়ে উঠে একান্ত অনুকূল। সেই অনুকূল পরিস্থিতিই পুরোপুরি সুযোগ তারা গ্রহণ করে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর আনুকূল্য তারা পুরোপুরিই পেয়ে যায়।

স্বাধীন বাংলাদেশে আইএসআই-এর ষড়যন্ত্র সম্পর্কে আমরা অবশ্যই অবহিত এবং সচেতন। সময়ে-অসময়ে সেই অবহিতি ও সচেতনতার সোচ্ছার প্রকাশও আমরা ঘটাই। কিন্তু আইএসএস যে একটা শিখণ্ডি মাত্র পাকিস্তানের এই গোয়েন্দা সংস্থাকে সামনে রেখে মার্কিন সিআই-এর ষড়যন্ত্রই যে সর্বদা ক্রিয়াশীল দেশ সেই আসল সত্যটি সম্পর্কে আমরা কি সচেতন? মেজর ডালিম কিংবা খন্দকার মোস্তাক ও তার সহযোগীবৃন্দ এবং আরো অনেকের বিরুদ্ধে সঠিকভাবেই বঙ্গবন্ধু হত্যাকারী রূপে অভিযোগের আঙ্গুল তুলা হয় বটে কিন্তু সেই সঙ্গে সেই হত্যাকাণ্ডে আসল হোতা সিআইওকে আড়াল করে রাখার প্রয়াস বঙ্গবঙ্গুর অনুসারী বলে আত্ম বিজ্ঞাপন প্রচারকারী অনেকের মধ্যেই দেখা যায়। এরা সবাই সাম্রাজ্যবাদের সহযোগী এমন কথা আমি বলি না।

বঙ্গবন্ধু জীবিত থাকা অবস্থাতেই তাকে অপঘাত মৃত্যুর হাত থেকে বাঁচানোর উদ্যোগ নিয়েছিলেন যারা, তারা সবাই ব্যর্থ হয়েছেন। আমরা শুনেছি কমিউনিস্ট পার্টির নেতা মনি সিংহ এবং ন্যাপ নেতা মোজাফফরও বঙ্গবন্ধুকে তাদের আশংকা ও উদ্যোগের কথা জানিয়ে তাকে সতর্ক থাকতে বলেছিলেন। কিন্তু বঙ্গবন্ধু তাদের কথা হেসে উড়িয়ে দিয়েছিলেন। এরকমই উড়িয়ে দিয়েছিলেন বৈদেশিক উত্স থেকে প্রাপ্ত সতর্কবাণীও। তার কথা ছিল বাংলাদেশের সকল মানুষ তাকে এতো ভালোবাসে যে তাদের দিক থেকে তার কোনো বিপদ আসার কথা কল্পনাও করা যায় না।

[লেখক-যতীন সরকার : প্রাবন্ধিক ও বুদ্ধিজীবী]

672 ভিউ

Posted ১:২১ পূর্বাহ্ণ | বুধবার, ০২ আগস্ট ২০১৭

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com