কক্সবাংলা রিপোর্ট(২৮ মে) :: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ।পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে।এই মুহূর্তে নিম্নচাপটি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে রয়েছে। ৩৬ ঘণ্টায় ঘূর্ণিঝড় হয়ে বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা। সামুদ্রিক ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে এটি আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে। আর কক্সবাজার সমুদ্রবন্দরকে ১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
গভীর নিম্নচাপ কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর খুবই উত্তাল রয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিস পূর্বাভাসে বলা হয়েছে, মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। এই মুহূর্তে নিম্নচাপটি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে রয়েছে। আগামী ১২ ঘণ্টায় এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। ৩৬ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের আকার নেবে।২৪ ঘণ্টায় কক্সবাজার সহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। তার আগেই সোমবার বিকেলে শহরে এক ঘন্টার মত বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।রবিবার বিকেলে শহরে এক পশলা বৃষ্টি হলেও আবার কবে বৃষ্টি হবে, এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে শহরবাসীর মনে।
অপরদিকে আবহাওয়া অফিস উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে অতিসত্ত্বর নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
Posted ১০:৪৬ অপরাহ্ণ | রবিবার, ২৮ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta