কক্সবাংলা রিপোর্ট(১০ জুন) :: বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের সৃষ্টি হওয়ায় কক্সবাজারের উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের কর্মকর্তা একে এম নাজমুল হক কক্সবাংলাকে ৩নং সতর্কবার্তার সত্যতা নিশ্চিত করে জানান,পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ এবং দক্ষিন উড়িষ্যা উপকূলের ওপর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
এর প্রভাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে জেলার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
তিনি আরও জানান,বঙ্গোপসাগরে জুন মাস থেকে সেপ্টম্বর মাস পর্যন্ত প্রায়ই লঘুচাপের সৃষ্টি হয়। এ নিয়ে ভয়ের কোন কারন নেই।মুলত লঘুচাপ থেকেই নিম্নচাপ ও গভীর নিম্নচাপের সৃষ্টি হয়।তাই বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তীে নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
Posted ৪:৩২ অপরাহ্ণ | শনিবার, ১০ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta