প্রেস বিজ্ঞপ্তি :: দেশের শীর্ষ দৈনিক ‘প্রথম আলো-বন্ধসভা’র কক্সবাজার উত্তরণ মডেল কলেজ কমিটি-২০২৫ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার এই কমিটির ঘোষণা দেন বন্ধুসভার প্রধান উপদেষ্ঠা ও প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা।
১ বছর মেয়াদী নতুন এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক তামান্না আকতার।
ভালোর সাথে আলোর পথে এবং সত্যের পক্ষে থেকে বন্ধুসভার সদস্যরা সমাজ থেকে মাদক-সন্ত্রাস ও দুর্নীতি দূর করার ক্ষেত্রে সক্রিয় ভুমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপদেষ্ঠা পরিষদ
আব্দুল কুদ্দুস রানা, মামুনুর রশীদ, জয়নব আরা ও রফিকুল ইসলাম।
কাযনির্বাহী কমিটি-২০২৫
সভাপতি-আব্দুল আজিজ, সহ-সভাপতি-গোলাম রাব্বি ও মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক-তামান্না আকতার,
যুগ্ম সাধারণ সম্পাদক-নুরুল ফাহাদ ও আফসানা আফরিন আয়না, সাংগঠনিক সম্পাদক-সুমাইয়া মুনতাহা,
সহ-সাংগঠনিক সম্পাদক-রেশমি আকতার, অর্থ সম্পাদক-মো. জায়েদ বিন হাসান, দপ্তর সম্পাদক-সাজেদা আকতার তইফা, প্রচার সম্পাদক-নুরুল কবির ফাহিম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক-উম্মে হাবিবা, সাংস্কৃতিক সম্পাদক-তানজিনা আকতার, জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক-তাসফিয়া সুলতানা পরী,
প্রশিক্ষণ সম্পাদক-তানজিমুল হোছাইন তানিম, দুযোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক-জিয়াউর রহমান, ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-লাইমং চাকমা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক-শারমিন আকতার, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক-জিসান মনি, তথ্য ও যোগাযোগ সম্পাদক-মো. সাইমুন ইসলাম, ম্যাগাজিন সম্পাদক-তাহসিয়াতুন্নিছা রাওয়ান, বইমেলা সম্পাদক-জাকিয়া কাশেম ,
কাযনির্বাহী সদস্য
তাসনিয়া জাহান নুরী, জোলেখা আকতার ও মো. শরিফ।
Posted ৮:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta