প্রেস বিজ্ঞপ্তি :: দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোর পাঠক সংগঠন ‘প্রথম আলো বন্ধসভা’ কক্সবাজার সরকারি কলেজ কমিটি-২০২৫ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার এই কমিটির ঘোষণা দেন বন্ধুসভার প্রধান উপদেষ্ঠা ও প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা।
১ বছর মেয়াদী নতুন এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সুরাজ দত্ত, সাধারণ সম্পাদক আয়েশা তাসনিম নুরী।
কমিটির সদস্যরা সমাজে যা কিছু ভালো-তার সঙ্গে থেকে মাদক-সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বৈষম্যবিরোধী আলোকিত দেশ গড়ার শপথ নেন।
উপদেষ্ঠা পরিষদ :
আব্দুল কুদ্দুস রানা, মফিদুল আলম, মোহাম্মদ উল্লাহ, মিঠুন চক্রবর্তী ও রাধু বড়ুয়া চৌধুরী।
কার্যনির্বাহী কমিটি-২০২৫
সভাপতি-সুরাজ দত্ত,
সহ-সভাপতি- আল হুমাইরা মাহেজেবীন ও তাহমিনা শারমিন রুবা।
সাধারণ সম্পাদক-আয়েশা তাসনীম নুরী,
যুগ্ম সাধারণ সম্পাদক-আশরাফুর ইসলাম মারুফ ও ইমরুল হাসান রাকিব।
সাংগঠনিক সম্পাদক– রাজেশ সুশীল তপু।
সহ-সাংগঠনিক সম্পাদক-মোস্তফা কামাল পাশা, অর্থ সম্পাদক-মোহাম্মদ সায়েম, দপ্তর সম্পাদক-শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক-রাহাত ইবনাত সুচী, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক-পিথীলা খানম, সাংস্কৃতিক সম্পাদক-প্রিয়ন্তী চৌধুরী।
জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক-সুচিত্র দাশ অন্তর, প্রশিক্ষণ সম্পাদক-অনুপ ধর দূর্জয়,দুযোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক-শ্রাবন্তী বড়ুয়া সিপ্ত, ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-মোহাম্মদ ছোবাহান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক-হুমাইরা সোলতানা,
মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক-সজীব সুশীল, তথ্য ও যোগাযোগ সম্পাদক-সাইমুন ইসলাম, ম্যাগাজিন সম্পাদক-মোহাম্মদ রাকিব, বইমেলা সম্পাদক-মিনহাজুল আবেদিন।
কার্যনির্বাহী সদস্য :
শরীফা আক্তার রীফা, আসমা উল হুসনা ও সায়েদ উদ্দিন আকিব।
সাধারণ সদস্য
হালিমা আকতার ও মাইমুদুল ইসলাম।
Posted ২:১৪ অপরাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta