প্রেস বিজ্ঞপ্তি :: দেশের শীর্ষ দৈনিক ‘প্রথম আলো বন্ধুসভা’ কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কমিটি-২০২৫ ঘোষণা করা হয়েছে।
গত ৫ জানুয়ারি এক বছর মেয়াদি এই কমিটির ঘোষণা দেন বন্ধুসভার প্রধান উপদেষ্ঠা ও প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাদিয়া নাওরীন ঐষী, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত সোহেল।
মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে বন্ধুসভার সদস্যরা ভূমিকা রাখবেন। সমাজে যা কিছু ভালো তার সঙ্গে যুক্ত থেকে নিজেদের আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলার অঙ্গীকার করেন।
উপদেষ্ঠা পরিষদ
আব্দুল কুদ্দুস রানা, মোহাম্মদ তৈয়ব, মো. এনামুল হক হাসান, নুর-ই জান্নাত টিকলী ও মোহেজাবিন তাবাস্সুম জাহিন।
কার্যনির্বাহী কমিটি-২০২৫
সভাপতি-সাদিয়া নওরীন ঐশী
সহ-সভাপতি-ইমু আকতার খুকি ও উম্মে হাবিবা লাকি।
সাধারণ সম্পাদক-ইয়াছিন আরাফাত সোহেল
যুগ্ম সাধারণ সম্পাদক- সুমাইয়া নিশাত ও মতিউর রহমান।
সাংগঠনিক সম্পাদক-ইশকে ইলাহী
সহ-সাংগঠনিক সম্পাদক-নুরী আকতার, অর্থ সম্পাদক-সাইদিয়া সুলতানা লাকি, দপ্তর সম্পাদক-আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক-ইফতার হোসেন,
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক-মরিয়ম আকতার বৈশাখী, সাংস্কৃতিক সম্পাদক-মেহেদী হাসান ইমন,
জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক-তানজিমা আক্তার, প্রশিক্ষণ সম্পাদক-আমরিন ফারিহা রুম্পা, দুযোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক-মো. সাজ্জাদ,
ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-শওকত ইসলাম, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক-জয়ন্তী বনিক, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক-রাফিয়াতুল হোসনা,
তথ্য ও যোগাযোগ সম্পাদক-তাহমিনা আক্তার কলি, ম্যাগাজিন সম্পাদক-রোমানা আক্তার ডালিয়া, বইমেলা সম্পাদক-তানিয়া ইসলাম।
কার্যনির্বাহী সদস্য : মো. রিদুয়ান, ফাতেমা ও সাখাওয়াত হোসেন জুনায়েদ।
Posted ৬:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta