কক্সবাংলা ডটকম :: বলিউডে ‘কাস্টিং কাউচ’ নতুন বিষয় নয়। বলিউড ‘বর্হিভূত’ তারকরা এর আগে বহু বার এ প্রসঙ্গে মুখ খুলেছেন।
ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার ক্ষেত্রে ‘স্টার কিড’দের সুযোগ যে সবচেয়ে বেশি, তেমন অভিযোগও উঠেছে।
বাবা-মা তারকা না হলে কিংবা মাথার উপর কোনও ‘গডফাদার’ না থাকলে ইন্ডাসট্রিতে জায়গা করা যে সহজ নয়, সেটাও এত দিনে স্পষ্ট। সম্প্রতি এই বিষয়টি নিয়ে মুখ খুললেন কার্তিক আরিয়ান।
কার্তিকের ‘ভুল ভুলাইয়া ৩’ গত বছর বলিউডের অন্যতম বাণিজ্য সফল ছবিগুলির মধ্যে অন্যতম। প্রায় ৪০০ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করে এই ছবিটি।
তার আগে কার্তিক অভিনীত ‘চন্দু চ্যাম্পিয়ন’ও দর্শকের প্রশংসা পেয়েছে। তবে এই জায়গায় পৌঁছতে কম লড়াই করতে হয়নি বলে জানিয়েছেন কার্তিক।
বলিউডের সঙ্গে কার্তিকের একেবারেই কোনও পূর্ব যোগাযোগ নেই। এই ইন্ডাস্ট্রিতে কোনও আত্মীয়, কাছের মানুষ ছিল না তাঁর। প্রথম থেকেই একেবারে নিজের চেষ্টায় অল্প অল্প করে পথ এগিয়েছেন। বাধা যে আসেনি, তা নয়।
স্টারকিডদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা সহজ ছিস না। কিন্তু কার্তিক হাল ছাড়ার পাত্র নন। বলিউডে পা রেখেছেন কিছু করে দেখানোর স্বপ্ন।
কার্তিক মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, স্বপ্নপূরণ করার জন্য তাঁকে যত লড়াই করতে হোক, তিনি করবেন।
প্রথম দিকে সুযোগ যে আসেনি তাঁর কাছে, সেটা নয়। কিন্তু সুযোগ হাতছাড়াও হয়েছে বহু বার। কার্তিক জানিয়েছেন, তাঁকে বাদ দিয়ে নেওয়া হয়েছে তারকার ছেলে কিংবা মেয়েকে।
এ প্রসঙ্গে কার্তিক বলেন, ‘আমার বদলে যাঁকে নেওয়া হয়েছিল, তাঁর অভিনয় দেখে মনে হয়েছিল সুযোগটা আমার কাছে আসা উচিত ছিল।’
Posted ২:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta