কক্সবাংলা ডটকম(২৮ আগস্ট) :: বিশ্ব ক্রিকেটে ফের বাংলাদেশের নাম রোশন করলেন সাকিব আল হাসান৷ বিশ্বের চতুর্থ বোলার হিসেবে প্রতিটি টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে ইংনিসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার৷
দক্ষিণ আফ্রিকার স্পিড স্টার ডেল স্টেইন এবং দুই শ্রীলঙ্কান স্পিনার মুথাইয়া মুরলীধরন ও রঙ্গনা হেরাথের সঙ্গে একই সারিতে উঠে এলেন সাকিব৷ এই চার বোলার প্রতিটি টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন৷
সোমবার মীরপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারের ৫০তম টেস্টে এই নজির গড়েন বছর তিরিশের বাংলাদেশী অল-রাউন্ডার৷
সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের ২৬০ রানের জবাবে মাত্র ২১৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে৷ ২৫.৫ ওভার হাত ঘুরিয়ে ৬৮ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন সাকিব৷ প্রথম ইনিংসে ৪৩ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ৪৫ রান তুলেছে বাংলাদেশ৷
ম্যাচে যেন সাকিব রাজ! ব্যাট হাতে প্রথম ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন সাকিব৷ তার পর বল হাতে ভেলকি!
প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক সাকবি এই টেস্টের আগে পর্যন্ত ৪৯টি টেস্টে ৩৪৭৯ রান এবং ১৭৬টি উইকেট৷ এছাড়া দেশের হয়ে ১৭৭টি ওয়ান ডে এবং ৫৯টি টি-২০ খেলা সাকিবই বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার৷