কক্সবাংলা ডটকম(১৬ জুন) :: বাংলাদেশকে হেলার হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত৷ বাংলাদেশের পুজিঁ ২৬৪; ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনের বিপক্ষে একটু কমই। ফাইনালে যাওয়ার জন্য বোলারদের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। কম পুঁজি নিয়ে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেনরা বল হাতে জ্বলে উঠতে পারেননি। অন্যদিকে রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে ভর করে অনায়াস জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।
এজবাস্টনে ২৬৫ রান তাড়া করে মাত্র এক উইকেট হারিয়ে ৪০.১ ওভারে প্রয়োজনীয় রান তুলে নিল বিরাটব্রিগেড৷দুরন্ত সেঞ্চুরি করে মাঠ ছাড়লেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা৷
১২৯ বল খেলে ১২৩ রান করে ম্যাচের সেরা ডানহাতি এই ব্যাটসম্যান৷ ১৫ টি চার ও একটি ছয় দিয়ে সাজানো রোহিতের ইনিংস৷রোহিতের পাশাপাশি ভারত অধিনায়ক বিরাট কোহলি ৯৬ রানের অপরাজিত ইনিংসে ভর করে হাসতে হাসতে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া৷৫৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন শিখর ধাওয়ান৷ ওপেনিং জুটিতে ৮৭ রান যোগ করে রোহিত-ধাওয়ান৷
এজবাস্টনে ‘পাক বধ’ করার পর ব্যাঘ্রগর্জন থামাল ভারত৷প্রথম ম্যাচে পাকিস্তানকে ১২৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করেছিল গতবারের চ্যাম্পিয়ন ভারত৷ আর বৃহস্পতিবার সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেট হারিয়ে ফাইনালে উঠল টিম কোহলি৷ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট৷প্রথম ব্যাটিং করে সাত উইকেটে ২৬৪ রান তোলে বাংলাদেশ৷
ভারতের শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে শুরুটা ভালো করে বাংলাদেশ৷পাওয়ার প্লে’তে ৪৬ রানে দুই উইকেট হারালেও আক্রমণাত্মক ক্রিকেট খেলে স্কোরবোর্ড চালু রাখেন তামিম ইকবাল৷তামিম-মুসফিকুর জুটির শতরান পার্টনারশিপে ভর করে ৩৫ ওভারেই ১৮২ রান তুলে নেয় টাইগারর্সরা৷এরপর অবশ্য দুরন্ত প্রত্যাবর্তন করে ভারত৷কেদার যাদব দ্রুত দু’ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের রান গতি কমান৷তার পর বুমরাহ জোড়া উইকেট বাংলার বাঘেদের গর্জন থামিয়ে ম্যাচের রাশ নিজেদের দিকে করে নেয় বিরাটবাহিনী৷
Posted ১:৩৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৬ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Chy