বাংলাদেশ দলের খেলা, আর দর্শক হিসেবে মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন যেন এ চিত্র একসূত্রে গাঁথা। অস্ট্রেলিয়া টেস্টেও এর ব্যতিক্রম হয়নি। এর আগেও অনেকবার তিনি মাঠে বসে মুশফিক-মাশরাফি-সাকিবদের উৎসাহ জুগিয়ে গেছেন।
তাইজুল ইসলামের বলে জশ হ্যাজলউড এলবিডাব্লিউ হতেই পুরো গ্যালারি প্রকম্পিত হয়ে উঠে। ততক্ষণে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা বাধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন। ওখানেই শেষ হয়নি। সাকিব-তামিমদের সঙ্গে কিছু সময় কাটিয়েছেন তিনি। দলের জয়ের পর প্রধানমন্ত্রীর এ আনন্দ-উচ্ছ্বাসের মুহূর্তগুলো ছবিতে তুলে ধরা হলো বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য-
দলের জয়ের পর প্রধানমন্ত্রী ফোনে সুখবরটি দিচ্ছেন। তার পাশে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আনন্দে উদ্বেলিত। বাংলাদেশের পতাকা হাতে প্রধানমন্ত্রী জয় উদযাপন করছেন। তার আশেপাশে আছেন বিসিবির পরিচালকবৃন্দ।
প্রধানমন্ত্রীকে মধ্যমণি করে দলের ক্রিকেটারদের ফটোসেশন। সবার মাঝেই ক্যাঙ্গারু বধের আনন্দ বিরাজ করছে।
প্রধানমন্ত্রীকে পাশে রেখে বোর্ড পরিচালক ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জয়ের আনন্দ ভাগাভাগি করছেন।
তিন নির্বাচক, কোচিং স্টাফ ও ম্যানেজার প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন। (ছবি: ফোকাস বাংলা)এর আগে বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা চলছিল। ইনিংসের ৭০তম ওভারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট বক্সে ঢোকেন। মিরপুরে সরাসরি সম্প্রচারেই টেলিভিশন স্ক্রিনে দেখা গেছে তাকে। বিগ স্ক্রিনে প্রধানমন্ত্রীকে দেখানোর পরপরই মাঠে দর্শকদের মধ্যে দেখা যায় বাড়তি উচ্ছ্বাস। বাংলাদেশ তার পরেই ওভারেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয় নিশ্চিত করে। ২০ রানের এই জয়ে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।



অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে ২০ রানে হারিয়েছে বাংলাদেশ। সেই জয়ে আনন্দে মাতোয়ারা বাংলাদেশ। দেশের মানুষকে ঈদ উপহার দিতে পেরে ক্রিকেটাররা উচ্ছ্বসিত। ক্রিকেটারদের আনন্দ অনেক বাড়িয়ে বিশাল অংকের পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।




































