কক্সবাংলা ডটকম(৩০ জুন) :: বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আগামী সেপ্টেম্বরে আয়োজন করতে চায় ঢাকা। বিষয়টি ভারতকে জানানো হয়েছে। দিল্লির অনুমোদন সাপেক্ষে এ বৈঠকে অংশগ্রহণের জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন,বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন।’
তিনি বলেন, ‘দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের তৃতীয় যৌথ কনসালটেটিভ কমিশনের বৈঠক দিল্লিতে ২০১৪ সালে অনুষ্ঠিত হয়েছে। গত দুই বছর এর কোনও বৈঠক হয়নি। গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের ফলোআপের জন্য আমরা সেপ্টেম্বরে এ বৈঠকের আয়োজন করতে চাই।’
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঈদ ও তৃতীয় সপ্তাহে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার পররাষ্ট্রমন্ত্রী নিউ ইয়র্কে থাকবেন জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘সে কারণে আমরা দ্বিতীয় সপ্তাহে এ বৈঠকের আয়োজন করতে চাই।’
বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হতে পারে—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি নির্ধারণের জন্য আমাদের হাতে সময় আছে। তবে সাধারণভাবে বলা যায়, পানি বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ও আমরা অববাহিকাভিত্তিক নদী ব্যবস্থাপনার ওপর জোর দেব।’
দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন যে উচ্চতায় আছে, সেটি ধরে রাখাসহ নতুন সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলাপ করার জন্য উচ্চ পর্যায়ের সফর হবে। এটি স্বাভাবিক ও সামনের দিনগুলোতে ধরনের আরও সফর হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান।
এপ্রিলে শেখ হাসিনার সফরের সময়ে যে নতুন ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়েছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আশা করছি।’
মহাকাশ, স্যাটেলাইট, প্রযুক্তিসহ আরও কয়েকটি নতুন ক্ষেত্রে সহযোগিতার জন্য দুই দেশ সম্মত হয়ে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এপ্রিল মাসে।
২০১৪ সালে তৃতীয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পরে ৩৬-দফা বিশিষ্ঠ একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয় যেখানে বলা হয়েছিল, এ ধরনের আনুষ্ঠানিক বৈঠক দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সামগ্রিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সহায়ক পরিবেশ হিসেবে কাজ করে।
Posted ৩:৩৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta