আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে আগুনে পুড়ে এক বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে ১৯ ডিসেম্বর বিকাল সাড়ে ৩ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চাক হেড়ম্যান পাড়ায় হ্লাথোয়াইংগা চাকের বসত ঘরে।
সে মংছাদো চাকের পুত্র হ্লাথোয়াইগ্য চাক।
গৃহ কর্তা হ্লাথোয়াইগ্য চাক জানান, ঘরে তালা লাগিয়ে ঘরের পাশের কৃষি জমিতে কাজ করার জন্য স্বামী- স্ত্রী দুইজনে বাহিরে গেলে দুপুরে বাড়িতে এসে দেখে তার বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দেখে আশপাশের লোকজন এগিয়ে আসলেও আগুন নিয়ন্ত্রনের বাইরে চলে যাওয়ায় নিভানো সম্ভব হয়নি।
তাছাড়া বসতঘরের কোন মালামাল ও বের করা যায়নি এবং বাড়িতে রক্ষিত মালামাল ছাড়া ও নগদ টাকা, ভোটার আইডি কার্ড, নিজেদের জন্ম সনদ, সন্তানদের জন্মসনদ, এবং মুল্যবান কাগজ পত্র পুড়ে ছাই হয়ে গেছে। যার ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে জানা গেছে।
স্থানীয়রা জানান রান্নাঘরে চুলার থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা।
আগুনের খবর পেয়ে বাইশারী ইউনিয় বিএনপির সভাপতি আবদুল করিম বান্ডু ও সাধারন সম্পাদক আবুল কালাম ঘটনাস্থলে ছুটে যান এবং নগূ অর্থ সহায়তা প্রদান করেন।
এছাড়াও বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ সহ সংগীর ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।ক্ষয়ক্ষতির পরিমান ঊর্ধ্বতন কতৃপক্ষের নিকট জানান।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পাঠিয়ে ক্ষতির পরিমাণ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ১:৩০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta