আব্দুল হামিদ,নাইক্ষ্যংছড়ি(১৫ আগষ্ট) :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আওয়ামীলীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোক র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সকাল ৮টার সময় বাইশারী বাজারস্থ দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুরের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
এসময় উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, সাধারণ সম্পাদক মংথোয়াইহ্লা মার্মা, মুক্তিযোদ্ধা ধুংচাই মার্মা, আওয়ামীলীগ নেতা বাবু মংওয়ে চৌধুরী, যুবলীগ সভাপতি মোঃ আবুল কালাম, সাধারণ সম্পাদক নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক শামশুল আলম, স্বেচ্ছা সেবকলীগ সভাপতি বাবুল হোসেন, শ্রমিকলীগ সভাপতি বেলাল হোসেন প্রকাশ বেলাল মাঝি, কৃষকলীগ সভাপতি ইউছুপ জালাল, ছাত্রলীগ সভাপতি এসএন কে রিপন প্রমুখ।
এছাড়া পতাকা উত্তোলনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান জালাল আহামদ, সাবেক চেয়ারম্যান শামশুল আলম, যুবলীগ নেতা আবু জাফর, সাবেক সভাপতি নুরুচ্ছফা, আওয়ামীলীগ নেতা মাওলানা আব্দুর রহিম, যুবলীগ সাংগঠনিক সম্পাদক এন.কে রাশেদ, আওয়ামীলীগ নেতা মংহ্লাচিং মাষ্টার, উছাথোয়াই চাক সহ অঙ্গ সংগঠনের শত শত নেতা কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
জাতীয় পতাকা উত্তোলনের পরপরই দলীয় কার্যালয় থেকে এক বিশাল শোক র্যালী আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুরের নেতৃত্বে বের হয়ে বাইশারী বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে শেষ হয় এবং এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া ফজরের নামাজের পরপরই স্থানীয় নুরুল উলুম হেফজখানা মসজিদের খতমে কোরআন ও এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ সহ বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া বেলা ১২টার সময় বাইশারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক বিশাল আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আলম কোম্পানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আবু মুসা, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মংথোয়াইহ্লা মার্মা, সাবেক চেয়ারম্যান জালাল আহামদ, সাবেক চেয়ারম্যান শামশুল আলম, আওয়ামীলীগ নেতা শাহাব উদ্দিন, বাইশারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারিকান্ত দাস, প্রবীন শিক্ষক জয়নাল আবেদীন, মাওলানা আব্দুল লতিফ, বাইশারী তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ ওমর ফারুক, যুবলীগ সভাপতি আবুল কালাম, সাবেক ছাত্রলীগ সভাপতি ও সাংবাদিক মোঃ শাহিন, আওয়ামীলীগ নেতা মংলা মার্মা, ইউপি সদস্য আব্দুর রহিম, যুবলীগ সাংগঠনিক সম্পাদক বান্টু, ছাত্রলীগ সভাপতি এসএনকে রিপন, বাইশারী ইউনিয়ন পরিষদ সচিব আবু হানিফ রাজু প্রমুখ।
বক্তারা সকলেই বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির আদেশ কার্যকরের পদক্ষেপ নেওয়ার জন্য দাবী তোলেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও স্কুল ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা শেষে এক বিশাল কাঙ্গালী ভোজের আয়োজন করা হয় এবং শত শত লোকজনকে খাবার বিতরণ করা হয়।
বাইশারী ইউনিয়ন পরিষদঃ
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাইশারী ইউনিয়ন পরিষদে জাতীয় ও শোক দিবসের পতাকা উত্তোলন করা হয়। এছাড়া শোক দিবস উপলক্ষ্যে সকাল ১০টার সময় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম, পরিষদ সচিব আবু হানিফ রাজু, উদোক্তা পরিচালক আমানতউল্লাহ আল মাহি, ইউনিয়ন পরিষদ সদস্য আবু তাহের, ইউপি সদস্যা সাবেকুন্নাহার, সেলিনা আক্তার বেবি প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হাকিম, বাইশারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব কামাল হোছাইন, মাওলানা মোঃ আলম, মাওলানা আব্দুর রহিম, ইউপি সদস্য আনোয়ার ছাদেক, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা তমিম গোলাল, মাওলানা নাজের হোছাইন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা জহির উদ্দিন সহ স্থানীয় অসংখ্য লোকজন।
এসময় শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল গফুর মিলাদ মাহফিল শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য বিশেষ প্রার্থনাসহ দেশ ও জাতির কল্যান কামনায় মোনাজাত পরিচালনা করেন।
বাইশারী উচ্চ বিদ্যালয়ঃ
সকাল সাড়ে আটটার সময় সহকারি প্রধান শিক্ষক হারিকান্ত দাসের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের নিয়ে এক বিশাল শোক র্যালী বের করেন।
বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালঃ
প্রধান শিক্ষক আলহাজ্ব কামাল হোছাইনের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও আভিভাবকদের নিয়ে এক বিশাল শোক র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসাঃ
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাদ্রাসার হলরুমে সুপার মাওলানা নুরুল হাকিমের নেতৃত্বে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাইশারী মডেল কেজি এন্ড গার্লস হাইস্কুলঃ
অধ্যক্ষ হাসান আলীর নেতৃত্বে সকাল আটটার সময় বিদ্যালয় প্রাঙ্গন থেকে এক বিশাল শোক র্যালী বের করে ইউনিয়নে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
ইসলামিক ফাউন্ডেশনঃ
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাইশারী বাজার চত্বরে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন, বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর। সভাপতিত্ব করেন সুপারভাইজার মাওলানা আব্দুল্লাহ। এছাড়া আলোচনা সভায় ইসলামিক ফাইন্ডেশনে সকল শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
Posted ৭:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta