আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা নিরাপত্তা জোরদার করেছেন।
বাইশারী প্রবেশ পথে আম্মুল্লাকুম, গর্জনিয়া প্রবেশ পথে পেঠান আলী পাড়াও বাইশারী বাজারের বিভিন্ন পয়েন্টে এ এসআই বেলালের সংগীয় ফোর্স নিয়ে পুলিশের টিম কাজ করেছেন।
তাছাড়া সার্বিক দায়িত্বে রয়েছেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন শাহা।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) শোভন সাহা বলেন, আমাদের পার্শবর্তী জেলা কক্সবাজার এ পুলিশের প্রধান আইজিপি মহোদয়ের আগমন উপলক্ষে বাইশারী সহ আশপাশের এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং ৩ টি পয়েন্টে তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশি করা হচ্ছে।
তিনি আরো বলেন, য কোন ধরনের অপ্রিতীকর ঘটনা ঘটানোর আগেই পুলিশ প্রস্তুত রয়েছে। যাতে করে অপ্রিতীকর ঘটনা না ঘটে।
স্থানীয়রা জানান, এভাবে টহল জোরদার থাকলে অপরাধীরা বাইশারী এলাকায় আর ঢুকতে সাহস পাবেনা।
তাই এলাকা বাসী পুলিশের এই নিরাপত্তা কে সাধুবাদ জানান।
Posted ৫:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মে ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta