
আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মো. আলা উদ্দিন কোম্পানির রাবারের ধুমঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে প্রায় ৫ টন রাবার পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১২ লাখ টাকা বলে জানা গেছে।
রবিবার (৫ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ধুমঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে কোম্পানির সুপারভাইজার মোহাম্মদ ইউনুস বলেন, ‘আগুন লাগার সময় আমরা কেউই ঘটনাস্থলে ছিলাম না।
ধারণা করা হচ্ছে ধুমঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রায় ৫ টন রাবার পুড়ে গেছে, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকার মতো।’
এলাকাবাসীর দাবি, রাবার ধুমঘরে তাপমাত্রা বৃদ্বি ও ধুম দেওয়া রাবার চুলাতে পড়ে যাওয়ার কারনে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ‘ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধুমঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Posted ৮:৫৫ অপরাহ্ণ | রবিবার, ০৫ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta