আব্দুল হামিদ, নাইক্ষ্যংছড়ি(২৫ মে) :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী তুফান আলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং/ফুড ফর এডুকেশন কার্যক্রমের উপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৫ মে সকাল দশটার সময় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাইহ্লাউ চাক, সহকারি শিক্ষক নাজিমুদ্দিন ও নুরুল আজিমের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে নাইক্ষ্যংছড়ির প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ উপস্থিতিদের মাঝে বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ কর্ণদ্বার, তাই কোন শিশুদের অযতœ ও অবহেলা করা যাবেনা।
পাশাপাশি আজকের ফুড ফর এডুকেশন কার্যক্রমের বিষয়টিও তদরূপ। এনজিও সংস্থা এন.জেড একতা মহিলা সমিতি, বাংলাদেশ সরকারের পাশাপাশি দীর্ঘকাল যাবত প্রত্যন্ত অঞ্চলে শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়া উক্ত মহিলা সমিতি বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আর্ত্বমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
তাই উক্ত সমিতির পরিচালক আনোয়ারা বেগম সহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের ভালো কাজের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানান। আগামীতে যেন তারা সরকারের পাশাপাশি কাজ করে যেতে পারে তাই এলাকাবাসীদের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।
দিনব্যাপী কমিউনিটি মবিলাইজেশন কর্মশালায় প্রশিক্ষণার্থীদের মাঝে সাতটি বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন এফএন আব্দুর রশিদ। তিনি বলেন, স্কুল ম্যানেজমেন্ট কমিটিতে এইচআইভি/এইচ সম্পর্কে ধারণা, দূর্যোগে ঝুঁকি কমাতে সচেতনতা, বিদ্যালয়/পাড়া কেন্দ্রে আঙ্গিনায় সবজি বাগান স্থাপন, স্বাস্থ্য, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং পয়ঃ নিস্কাশন বিষয়ক শিক্ষা, এসএমসি/পিসিএমসি তে নারীর ভূমিকা নিয়ে আরো উৎসাহিত করণ, কৃমি নিধন সহ নানা বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন।
তিনি স্কুল ফিডিং নিয়ে বিশদ ব্যাখ্যা দিতে গিয়ে আরো বলেন, স্কুল ফিডিং/বিস্কুট প্রোগ্রামের মাধ্যমে স্কুলে শিশুদের ভর্তি হার ও উপস্থিতি হার বাড়ায়, স্কুল থেকে ঝড়ে পড়া কমায়, স্বল্প সময়ের জন্য ক্ষুধা নিবৃত করে লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি ও অপুষ্টি উপাদানের অভাব দূর করে শিক্ষা গ্রহণে ক্ষমতা বাড়ায়।
এছাড়া দিন্যব্যাপী কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম, ফাড়িখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংকিউজাই চাক, সহকারি শিক্ষিকা মাখাইচিং চাক, আরাফা বেগম, ম্যানেজিং কমিটির সদস্য ছৈয়দ হোছাইন চৌকিদার প্রমুখ।
ফাঁরিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন
————————————
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২৭নং ফারিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল এগারটার সময় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী।
ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও অভিভাবিকাদের উদ্দেশ্যে তিনি বলেন, অভিভাবকরা সচেতন হলেই শিক্ষার মান আরো বেড়ে যাবে। তিনি সকল অভিভাবককে নিজ সন্তানদের স্কুলে পাঠানোর জন্য আহ্বানের পাশাপাশি প্রতিদিন স্কুলে যাচ্ছে কিনা তা যাচাই করার জন্য শিক্ষকদের সাথে সহযোগিতা ও যোগাযোগ রাখার পরামর্শদেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব কামাল হোছাইন, ইউপি সদস্য থোয়াইচাহ্লা চাক, নারিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংহ্লায়েই মার্মা, সহকারি শিক্ষক খিজারী চাক, ধুংচাইউ চাক, সমাজ সেবক উসাথোয়াই চাক, প্রুথোয়াইমং কারবারী, অংনেথোয়াই চাক প্রমুখ।
প্রধান শিক্ষক মংকিউজাই চাকের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনার কমিটি সভাপতি অংছাথোয়াই চাক।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংবাদিক আব্দুল হামিদ, স্কুল ফিডিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রশিদ।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়ায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Posted ৬:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta