আব্দুল হামিদ, নাইক্ষ্যংছড়ি(২২ মে) :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ২নং বাইশারী ইউনিয়ন পরিষদে ২০১৭-১৮ সালের উন্মুক্ত আগাম বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২২ মে সকাল দশটার সময় ইউনিয়ন পরিষদ হলরুমে উন্মুক্ত বাজেট আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী।
পবিত্র কোরআন তেলোয়াত ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মংথোয়াইহ্লা মার্মা, সাবেক চেয়ারম্যান জালাল আহাম্মদ, সামশুল আলম, প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেকুন্নাহার, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ, আওয়ামীলীগ নেতা ডা. আলী আহাম্মদ, রাবার বাগান ব্যবস্থাপক জাফর আলম, ব্যবসায়ী মাওলানা আব্দুর রহিম, সৌদি প্রবাসী সমাজ সেবক আবুল কালাম, শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল গফুর প্রমুখ।
এছাড়া বাজেট আলোচনা সভায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা সুপার মাওলানা নুরুল হাকিম, অবঃ প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রহমান, ইউপি সদস্যা সেলিনা আক্তার, রাজিয়া সুলতানা, পুরুষ সদস্য নুরুল আজিম, আবু তাহের, আবুল হোসেন আবু, আনোয়ার ছাদেক, থোয়াইচাহ্লা চাক, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আব্দুল রশিদ, নির্বাহী সদস্য মুফিজুর রহমান প্রমুখ।
বাইশারী ইউনিয়ন পরিষদ সচিব আবু হানিফ রাজু পরিচালনায় সভাপতির বক্তব্যে ২নং বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী উন্মুক্ত বাজেট আলোচনায় সভায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে ২০১৭-১৮ অর্থ বছরের আগাম বাজেট ঘোষনা করতে গিয়ে বলেন, বাইশারী ত্রিশ হাজার মানুষের ভাগ্য নির্ধারণের জন্য পরিষদের সকল সদস্য, সদস্যাবৃন্দা আপনাদের পাশে আছে, আগামীতেও থাকবে। তাই আগামী অর্থ বছরে বাজেট বাস্তবায়নের জন্য সকলের প্রতি সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, আগামী অর্থ বৎসরে ২নং বাইশারী ইউনিয়ন পরিষদ এক কোটি সতের লাখ আটাশ হাজার তিনশত আটাশি টাকার বাজেট হাতে নিয়ে কাজ করার জন্য পরিকল্পনা করেছেন। এরই মধ্যে ইউনিয়ন থেকে রাজস্ব আদায় পনের লক্ষ নব্বই হাজার, উন্নয়ন থেকে এক কোটি তের লক্ষ তিরাশি হাজার আটাশি টাকা।
সর্বমোট এক কোটি সতের লাখ আটাশ হাজার তিনশত আটাশি টাকার বাজেট পরিকল্পনা ঘোষনা করেন। তিনি উক্ত বাজেট যথাযথ বাস্তবায়ন ও আদায়ের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছেন।
Posted ২:৫৭ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta