কক্সবাংলা ডটকম :: বাগদান সেরে ফেললেন জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। প্রেমিক, সংগীত প্রযোজক-গীতিকার বেনি ব্লাঙ্কোর সঙ্গে আংটি বদল করলেন তিনি। নিজেই সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে একাধিক ছবি দিয়েছেন সেলেনা।
যার সবকটাতেই তাঁকে বাগদানের আংটি পরে থাকতে দেখা গিয়েছে। তবে সূত্রের খবর বাগদান হয়ে গেলেও এখনই বিয়ে করছেন না বেনি ও গায়িকা সেলেনা।
ক্যাপশনে লিখেছেন, ‘চিরদিনের জন্য শুরু…।’ মন্তব্যের ঘরে হবু বর বেনিও রসিকতা করে লিখেছেন, ‘দাঁড়ান! এটা তো আমার স্ত্রী।’ ২০২৩ সালের জুন মাস থেকেই সম্পর্কে রয়েছেন মার্কিন গীতিকার বেনি ব্লাঙ্কো ও গায়িকা সেলেনা। তখন থেকে একসঙ্গেই থাকছিলেন দু’জনে।
গোড়ার দিকে কিছু না জানালেও ছ’মাস পরে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেন সেলেনা ও বেনি।
‘দ্য হাওয়ার্ড স্টার্ন শো’তে সেলেনাকে নিজের আত্মবিশ্বাসের প্রেরণা হিসেবে সম্মান জানান ব্লাঙ্কো। সম্পর্ক নিয়ে বলেন, ‘সে আমার চারপাশে থাকলেই সব সুন্দর হয়ে যায়। আমরা পুরো দিনটা হাসি। সে আমাকে অনুপ্রাণিত করে। আমি কাজ থেকে বাড়ি ফিরে ভাবি আমার দিন তার সংস্পর্শে ভালো কেটেছে।’
গায়ক জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে ইতি টানার পর ভেঙে পড়েছিলেন সেলেনা। বিচ্ছেদ ভুলে বিয়েথা করে সংসারী হয়েছেন জাস্টিন বিবার। আর সেলেনার জীবনে প্রেমিক হয়ে আসেন বেনি।
Posted ২:০৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta