সংবাদ বিজ্ঞপ্তি :: কক্সবাজার-৩ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও নিরিবিলি গ্রুপের চেয়ারম্যান লুৎফুর রহমান কাজলকে জড়িয়ে বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর তিনটায় কক্সবাজার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া কক্সবাজারের সর্বস্তরের জনগণের উক্ত মিছিলে বিভিন্ন ব্যবসায়ী সংগঠণ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠণের নেতৃবৃন্দ সহ হাজার হাজার ছাত্রজনতা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
কক্সবাজারের প্রধান সড়ক হয়ে মিছিল শেষে হাসেমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কক্সবাজার পৌরসভা বিএনপির আহবায়ক আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কাশেম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, সদর উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, রামু উপজেলা বিএনপির আহবায়ক মোকতার আহমদ, ঈদগাঁও উপজেলা বিএনপির আহবায়ক আবুল কালাম চেয়ারম্যান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল মিঠু, জেলা খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সরওয়ার রোমন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ছৈয়দ নূর, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, ঈদগাঁও উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল্লাহ আবু, শহর যুবদল আহবায়ক আজিজুল হক সোহেল, জেলা যুবদল সহ সভাপতি জাবেদ ইকবাল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের রাজস্ব খাতের অন্যতম উর্বর জায়গা কক্সবাজার জেলা। পর্যটন নগরী খ্যাত এই জেলা শহরে দেশি বিদেশি ব্যবসায়ীরা পর্যটন ব্যবসায় বিনিয়োগ করেন। প্রতিবছর লাখ লাখ পর্যটক এখানে ভ্রমণে আসেন।
কিন্তু কতিপয় ব্যবসায়ী নামধারী লুটপাট কারী ও কালো টাকার মালিকদের দূর্বৃত্তদের অপেশাদার ও ব্যবসা পরিপন্থী বিতর্কিত অপকর্মের কারণে সাধারণ ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বিমুখ হওয়ার আশংকা জানিয়ে বক্তারা বলেন, তারকা হোটেল রামাদার কথিত মালিক জসিম উদ্দিন একজন ঋণ খেলাপী, বিদেশে নারী পাচার, সাবেক আইজিপি বেনজির আহমদের কালো টাকার ক্যাশিয়ার, আওয়ামী সরকারের প্রভাবশালী নেতা ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, হাসান মাহমুদের অবৈধ অর্থ বিদেশে পাচার এবং তাঁদের আস্থাভাজন হিসেবে অবৈধভাবে প্রভাব খাটিয়ে কক্সবাজারে অন্যের হোটেল, জায়গা জমি দখলের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি।
সে প্রতারক ও মহাবাটপার হিসেবে সর্বত্র পরিচিত। এরকম একজন অসৎ ব্যক্তি ব্যক্তি কয়েকদিন আগে কক্সবাজারের সজ্জন ব্যক্তি লুৎফুর রহমান কাজলকে জড়িয়ে ভুঁইফোড় অনলাইন পোর্টালে অপপ্রচার মূলক সংবাদ প্রকাশ করায়।
বক্তারা বলেন, সাবেক এমপি কাজল কক্সবাজারের পরিক্ষিত ব্যক্তি তিনি জেলার প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সম্ভ্রান্ত পরিবারের সন্তান। কক্সবাজারের সর্বশ্রেণীর মানুষের কাছে তিনি সমাদৃত।
স্বৈরাচার আওয়ামীলীগের দোসর বাটপার জসিম নিজের প্রতারণামূলক অপকর্ম ঢাকার জন্যই জনগণের নেতা লুৎফুর রহমান কাজলের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপচেষ্টা চালাচ্ছে।
কিন্তু কক্সবাজারের সর্বস্তরের জনগণ প্রতিবাদ মিছিলের মাধ্যমে প্রমাণ করেছে, যেকোন ষড়যন্ত্রের মাধ্যমে লুৎফুর রহমান কাজলকে কলুষিত করার হীন চেষ্টা কখনোই সফল হবেনা।
বক্তারা কক্সবাজারের পর্যটন ব্যবসার শৃঙ্খলার স্বার্থে এবং নিরাপদ বিনিয়োগ বান্ধব কক্সবাজার গড়ার লক্ষে অবিলম্বে বাটপার জসিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান এবং জসিমকে কক্সবাজারে অবাঞ্চিত ঘোষণা করার ঘোষণা দেন।
প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীরা সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিলে শ্লোগানে বাটপার জসিমের শাস্তি চেয়ে রাজপথে মুখরিত করে তোলে।
Posted ১:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta