কক্সবাংলা ডটকম(১৯ অাগস্ট) :: মেসি এখন একা। বার্সালোনার একমাত্র ভরসা তিনি।বার্সালোনার তিন প্রাণ ভোমড়া এমএসএন (মেসি-সোয়ারেজ-নেইমার) ভেঙ্গে গেছে। নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে গেছেন বেশ কিছু দিন হলো। আর স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় ম্যাচে রিয়ালের মাঠে সুয়ারেজও আহত হয়ে মাঠের বাইরে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফিরতি লিগে হাঁটুতে চোট পেয়েছেন তিনি। তার মাঠে ফিরতে প্রায় ৪-৫ সপ্তাহ সময় লেগে যাবে। তাছাড়া বার্সা অধিনায়ক ইনিয়েস্তাও চোট পেয়ে বিশ্রামে আছেন।
ফুটবল সংবাদের নির্ভরযোগ্য মাধ্যম গোল ডট কম বলছে, এই অবস্থায় মেসির সামনে সময় এসেছে নিজেকে প্রমাণ করার।
গোল ডট কম বলছে, মেসিকে ছেড়ে অনেক সতীর্থই চলে গেছেন। সেই ২০১৫ সালেই জাভি হার্নান্দেজ বার্সা ছেড়ে কাতারের ক্লাব আল সাদে গেছেন। গত বছর দানি আলভেজ গেছেন পিএসজিতে আর এ বছর গেলেন নেইমার । এখন বার্সায় শুধু মেসি।
তুখোড় সতীর্থরা যখন পাশে নেই তখন আগামীর ম্যাচগুলোতে মেসির জন্য দারুন চ্যালেঞ্জের হবে। কারণে তাকে প্রমাণ করতে হবে ‘তারকা সতীর্থ’ ছাড়াই তিনি সেরা।
অনেকেই মনে করেন মেসি জাতীয় দলের হয়ে যতটা খেলেন তার চেয়ে বার্সাতে অনেক ভালো খেলে থাকেন। কারণ সুয়ারেজ, দানি আলভেজ, নেইমার ও জাভির মতো তারকা ফুটবলার তাকে সুযোগ করে দেন। তারা যেহেতু এই সময়ে দলে নেই তাই এখন দেখা যাবে মেসি আসলে একা কতটা ভালো খেলেন?
রিয়ালের বিপক্ষে নিজেদের মাঠে ৩-১ গোলে পরাজিত হওয়ার পর মেসি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লিখেছিলেন, এটা খুবই বাজে দিন। আমাদেরকে আরো জেগে উঠতে হবে এবং চালিয়ে যেতে হবে। এটাতো মাত্র শুরু।
ফুটবল প্রেমীদের কাছে তিনি জাদুকর নামে পরিচিত। বার্সার এমন দুর্দিনে এবার মেসিকে হয়তো জাদুই দেখাতে হবে। তিনি যে শুধুই মেসি এটাই প্রমাণ দিতে হবে তাকে। আর সেই প্রমাণ দেয়ার সময় তিনি পাচ্ছেন সামনের লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে।
প্রসঙ্গত, মেসিই এখন পর্যন্ত একমাত্র ফুটবলার যে একটি ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার কৃতিত্ব অর্জন করেছেন। তাছাড়া জাতীয় দলের হয়েও সবচেয়ে বেশি গোল করেছেন মেসি। জাতীয় দলে তার গোল সংখ্যা ৫৮। জাতীয় ও ক্লাব পর্যায়ে তার গোল সংখ্যা ৫শতাধিক।
নেইমার যখন ছিল তখন বার্সার আক্রমণত্রয়ী কে বলা হত ‘এমএসএন। নেইমার চলে যাওয়ায় বার্সালোনা আক্রমণত্রয়ী ভেঙ্গে গেছে,বর্তমানে সেটা শুধু‘এমএস’। আর এখন শুধুই এম!
Posted ৯:২০ অপরাহ্ণ | শনিবার, ১৯ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta