বিশেষ প্রতিবেদক :: বাল্যবিবাহ রোধে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত ‘চাইল্ড সেইফটি নেট প্রজেক্ট’ কক্সবাজার এরিয়া কো-অর্ডিনেশন অফিস এর সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠানের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপত্বি করেন উপজেলা কোর্ডিনেটর শ্যামল ফ্রান্সিস রোজারিও অনুষ্টান সঞ্চালনা করেন মবিলাইজেশন এন্ড সিস্টেম অফিসার লিমা মেরী রোজারিও।
এছাড়া ইনোভেশন এন্ড নলেজ মেনেজমেন্ট স্পেশালিস্ট ইয়াসির আরাফাত, লুইজা মন্ডল ও পার্থপ্রতিম বাকচী মবিলাইজেশন এন্ড সিস্টেম স্ট্যানদেনিং অফিসার।
অনুষ্ঠানে সভাপতি বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক সমস্যা যা শিশুদের ভবিষ্যৎ ও শারীরিক-মানসিক উন্নয়নে বাধা সৃষ্টি করে।
নিয়মিত সমন্বয় সভার মাধ্যমে অগ্রগতি পর্যালোচনা ও কর্মপরিকল্পনা তৈরি করে বাল্যবিবাহ রোধ কার্যকর ভূমিকা রাখতে পারে।
এছাড়া বাল্যবিবাহ হার কমানোর লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা ও স্টেকহোল্ডার এর ভুমিকা গুরুত্বপূর্ণ ।
সভায় বক্তারা বলেন,বাল্যবিবাহ রোধে সমাজ, প্রশাসন, আইন এবং ব্যক্তিগত পর্যায়ে উদ্যোগ প্রয়োজন। প্রতিরোধে সম্ভাব্য করণীয়গুলোর মধ্যে অভিভাককদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা, মেয়েদের শিক্ষার প্রসার ঘটানো, বাল্যবিবাহ নিরোধ আইন প্রয়োগে কঠোর হওয়া, দরিদ্র পরিবারগুলোতে সরকার বা এনজিও’র মাধ্যমে আর্থিক অনুদান, বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, বিশেষ করে সামাজিক কুসংস্কার দূর করা, প্রতিটি এলাকায় বাল্যবিবাহ রোধে স্থানীয় কমিটি গঠন, কম বয়সী মেয়েদের প্রতি যৌন হয়রানি বন্ধ করা, মেয়েদের বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা হলে, বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও প্রতিনিধি সোস্যাল এইউ, এডুকো, পপি, বিএসএস, কমিউনিটি লিডার, সিবিও লিডাার এছাড়া বিভিন্ন ইউনিয়নের মেম্বার, সংগটক, গনমাধ্যম কর্মীসহ অন্যান্যরা।
Posted ১:৩২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta