কক্সবাংলা ডটকম(২৪ ডিসেম্বর) :: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন আগামী ৭ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে। গত শুক্রবার যশোরের সাগরদাড়িতে অনুষ্ঠিত বিএফইউজে নির্বাহী পরিষদ সভায় (এফইসি) তফসিল ঘোষণা করা হয়।
সভায় জানানো হয়, দেশের ১১টি সাংবাদিক ইউনিয়নে একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএফইউজে’র দ্বি-বার্ষিক প্রতিনিধি সভা আগামী ২৪ ফেব্রুয়ারি শনিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে।
বিএফইউজে মহাসচিব ওমর ফারুক সংগঠনের প্রতিনিধি সভা সফল করতে প্রতিটি ইউনিয়নের প্রতিনিধি নির্বাচন করে সে তালিকা এবং প্রতিটি ইউনিয়নের ভোটার তালিকা শিগগিরই জাতীয় প্রেসক্লাবে ইউনিয়ন অফিসে পাঠিয়ে দেয়ার আহবান জানিয়েছেন।
Posted ৩:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta