কক্সবাংলা ডটকম :: বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই এক ফ্রেমে অভিষেক-ঐশ্বর্য। দুজনের মুখে হাসি। এই ছবির খোঁজেই তো ছিলেন অনুরাগীরা। বিবাহবিচ্ছেদের জল্পনার মধ্যেই এদিন এক জমকালো বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দু’জন। অতিথিদের সঙ্গে ছবিও তোলেন।
অভিষেকের পরনে ছিল কালো শ্যুট। চোখে রেড রিমড চশমা। ঐশ্বর্য পরেছিলেন কালো আর সোনালি রঙের চুড়িদার। দু’জনকেই দেখা গিয়েছে গ্ল্যামারাস লুকে। তাহলে কী বিবাহবিচ্ছেদের জল্পনায় ইতি পড়ল? না, এখনও সেই প্রশ্নের উত্তর মেলেনি।
এদিন বান্ধবী সাবা আজাদের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হৃতিক রোশনও। হৃতিক পরনে সম্পূর্ণ কালো আউটফিট, সঙ্গে স্টাইলিশ ফেডোরা। চোখে হলুদ টিন্টেড চশমা। অভিনেতাকে মানিয়েছিল চমৎকার। সাবা পরেছিলেন সোনালি কাজ করা কালো পোশাক, হৃতিকের সঙ্গে রঙ মিলিয়ে।
ফটোগ্রাফারদের অনুরোধে একাধিক ছবিও তোলেন হৃতিক আর সাবা। একটি ছবিতে সাবার হাত ধরে থাকতে দেখা যায় হৃতিককে। হৃতিকের বাবা তথা বর্ষীয়ান অভিনেতা এবং পরিচালক রাকেশ রোশনও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শুধু অভিষেক-ঐশ্বর্য কিংবা হৃতিক-সাবা নন, বিয়ের অনুষ্ঠান ছিল আগাগোড়া তারকাখচিত। উপস্থিত ছিলেন প্রযোজক একতা কাপুর এবং তাঁর বাবা তথা বর্ষীয়ান অভিনেতা জীতেন্দ্র। স্ত্রী অঞ্জলিকে নিয়ে হাজির হয়েছিলেন সচিন তেন্ডুলকরও। গত কয়েক মাস ধরে অভিষেক-ঐশ্বর্যকে নিয়ে জল্পনা তুঙ্গে।
তাঁদের বিবাহবিচ্ছেদের খবরে প্রতিদিনই নতুন নতুন রঙ লাগছে। নানা ঘটনা সামনে আসছে। এসবের মধ্যেই মেয়ে আরাধ্যার ১৩ বছরের জন্মদিনে অভিষেকের অনুপস্থিতি জল্পনা আরও বাড়িয়ে দেয়।
আসলে ঐশ্বর্য মেয়ের জন্মদিন উদযাপনের কিছু ছবি শেয়ার করেছিলেন। তাতে অভিষেককে দেখা যায়নি। পরে অবশ্য একটি ভিডিও সামনে আসে। সেখানে ঐশ্বর্য এবং আরাধ্যার সঙ্গে অভিষেককেও দেখা যায়। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। অমিতাভ বচ্চনও এই জল্পনায় জল ঢেলে দিয়েছেন।
তিনি অবশ্য অভিষেক বা ঐশ্বর্যর নাম নেননি। বিবাহবিচ্ছেদ নিয়েও সরাসরি কিছু বলেননি। তবে আকারে-ইঙ্গিতে অনেকটাই বুঝিয়ে দিয়েছেন। নিজের ব্লগে বিগ বি লিখেছেন, “জল্পনা হল জল্পনা…এ সবই যাচাই বাছাইহীন অসত্য। যাঁরা নিজেদের ব্যবসা এবং পেশার প্রাসঙ্গিকতা ধরে রাখতে চায়, তাঁরাই যাচাই-বাছাইয়ের খোঁজ চালায়।”
ঐশ্বর্য-অভিষেক বলিউডের সবচেয়ে চর্চিত এবং প্রশংসিত জুটি। ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০১১ সালের নভেম্বরে আরাধ্যার জন্ম হয়। তাঁদের দাম্পত্য, স্বামী-স্ত্রীর বোঝাপড়া নিয়ে দুজনে একাধিকবার মুখ খুলেছেন। একে অপরের প্রশংসাও করেছেন। আগামিদিনে কী হয় সেটাই দেখার।
Posted ১:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta