কক্সবাংলা রিপোর্ট(৮ জানুয়ারী) ::পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার”এ প্রতিপাদ্যে কক্সবাজার জেলা প্রশাসন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সেমিনার ও কুইজ প্রতিযোগীতা।
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আলী হোসেন ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জ্ঞান বৃদ্ধিতে দক্ষতা অর্জন করতে হলে বিজ্ঞান মনষ্ক শিক্ষার বিকল্প নেই।বিজ্ঞান চর্চায় সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এ ছাড়া উপস্থিত শিক্ষার্থীদের কাছ থেকে বিজ্ঞান সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চান এবং পরমানুর শক্তির ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন জেলা প্রশাসক মহোদয়।অতিরিক্তি জেলা প্রশাসক ( সার্বিক ) মোহাম্মদ মাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের কিউরেটর ( একাডেমিক) সুকল্যাণ বাছাড়,কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরী, পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জি: প্রদীপ্ত খীসাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে কুইজ প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Posted ২:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta