কক্সবাংলা ডটকম :: এত দিন মনে করা হতো, কোনও অভিবাসীর হাতে গ্রিন কার্ড থাকলে, তাঁর কাছে অনির্দিষ্টকাল পর্যন্ত আমেরিকার মাটিতে থাকার অনুমতি রয়েছে।
কিন্তু সেই ভাবনা যে ভুল, তা পত্রপাঠ জানিয়ে দিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।
তিনি জানিয়েছেন, গ্রিন কার্ড থাকলেই যে কেউ আমেরিকায় ইচ্ছেমতো অনির্দিষ্টকাল থাকতে পারবেন না। সেদেশের প্রশাসন চাইলে যে কোনও সময় তাঁকে ফেরত পাঠাতে পারে।
সম্প্রতি ট্রাম্প নিজে গোল্ড কার্ড-এর প্রস্তাব এনেছেন। ট্রাম্প গোল্ড কার্ড-এর মাধ্যমে বিদেশিরা আমেরিকার মাটিতে বিনিয়োগ করলে আমেরিকায় থাকার অধিকার পাবে।
অন্তত ৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে এই গোল্ড কার্ড পেতে গেল।
ট্রাম্পের এই ঘোষণার পরেই তুমুল আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। সেই আবহেই গ্রিন কার্ড নিয়ে এমন মন্তব্য করলেন জেডি ভান্স।
সেদেশের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জেডি ভান্স বলেছেন, ‘এক জন গ্রিন কার্ড হোল্ডার, যদি আমি তাঁকে পছন্দও করে থাকি।
তবুও আমেরিকার মাটিতে অনির্দিষ্টকাল থাকার অধিকার নেই তাঁর।’
কী সুবিধা রয়েছে গ্রিন কার্ডে?
কোনও অভিবাসীর কাছে গ্রিন কার্ড থাকলে তিনি বৈধভাবে এবং স্থায়ীভাবে আমেরিকায় থাকার এবং কাজ করার অনুমতি পেতেন।
যদি অভিবাসী আইন ভাঙার ঘটনা না ঘটতো তাহলে এই অধিকার উপভোগের ক্ষেত্রেও সমস্যা হতো না।
Posted ৩:০৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta