নাজিম উদ্দিন,পেকুয়া(৫ জুন) :: সাজ্জাদ হোছাইন ছিদ্দিকী, বয়স-৩৫, পিতা-মরহুম নুরুল হোছাইন সাবেক চেয়ারম্যান, পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ, সাবেক প্রধান শিক্ষক শিলখালী উচ্চ বিদ্যালয়। মাতা-জায়েগা হোছাইন, ঠিকানা- সিকদার পাড়া, সদর ইউনিয়ন, পেকুয়া, কক্সবাজার। প্রযতেœ-চেয়ারম্যান, কুইন মেরী ফাউন্ডেশন, চট্টগ্রাম।
নাহিয়াতুল র্দুরী (নাহিন), বয়স-২২, পিতা-নুরুল হোছাইন, চেয়ারম্যান শিলখালী ইউনিয়ন পরিষদ, মাতা-কাউকাত র্দুরী, ঠিকানা-হাজি¦রঘোনা, ইউনিয়ন শিলখালী, পেকুয়া, কক্সবাজার।
দীর্ঘদিন ধরে আমরা পরষ্পর পরষ্পরের মধ্যে মনের ভাব পুসিত হয়েছে। সম্পর্কের বাস্তব রুপ দিতে আমরা দু’জনই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সিদ্ধান্ত নিয়েছি।
এরই প্রেক্ষিতে মুসলিম শরিয়াহ মোতাবেক আমরা পবিত্র আক্দমুলে পরষ্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। দেনমোহর পাঁচ লাখ টাকায় কাবিন সম্পাদন হয়েছে। আমরা দু’জনই প্রাপ্ত বয়স্ক।
স্বেচ্ছায়, স্বজ্ঞানে কারো বিনা প্ররোচরনায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। দাম্পত্য জীবন সুখি হতে আমরা সকলের দোয়া প্রার্থী।
Posted ১২:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta