কক্সবাংলা ডটকম(৪ আগস্ট) :: শেষ হলো সব নাটক।বাই আউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো পরিশোধ করেছেন নেইমার।
ফলে বার্সেলোনা থেকে এখন মুক্ত ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
অনেক গুঞ্জন, অনেক আলোচনার স্রোত বইয়ে অবশেষে নেইমার যোগ দিলেন প্যারিস সেন্ত জার্মেইয়ে। দলবদলের বিশ্বরেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাবটিতে যোগ দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র খবর, পিএসজির সঙ্গে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করেছেন নেইমার।
বৃহস্পতিবার দিনভর চলেছে নাটক। নেইমারের আইনজীবি বার্সেলোনার বাইআউট ক্লজের টাকা জমা দেওয়ার জন্য লা লিগার অফিসে গেলেও তা প্রত্যাখ্যান করে দেয় সংস্থাটি। তাতে ২৫ বছর বয়সী ফরোয়ার্ডের দলবদল ঝুলে গেলেও ‘বিবিসি’ নিশ্চিত করেছে সব বাধা কাটিয়ে নেইমারকে দলে টেনে নিয়েছে প্যারিসের ক্লাবটি। যাতে দলবদলের ইতিহাস গড়েছে পিএসজি।
ব্রাজিলিয়ান তারকাকে অবিশ্বাস্য ২২২ মিলিয়ন ইউরো দিয়ে কিনে গড়েছে তারা বিশ্বরেকর্ড। জুভেন্টাস থেকে ১০৫ মিলিয়ন ইউরো দিয়ে দলে ভিড়িয়ে ম্যানচেস্টার ইউনাইটেড যে রেকর্ড গড়েছিল, সেটা ভেঙে নতুন এক ইতিহাস গড়ল পিএসজি।
শুধু দলবদলের টাকা নয়, বেতনের দিক থেকেও নেইমারকে দুহাত ভরে দিচ্ছে ফরাসি ক্লাবটি। ‘বিবিসি’র দাবি, পাঁচ বছরের চুক্তিতে নেইমার বছরে আয় করবেন ৪৫ মিলিয়ন ইউরো।
বিবিসি
Posted ৩:৪৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta