কক্সবাংলা ডটকম :: জমজমাট আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবল। ফাইনালের উঠার লড়াই ক্রমশ জমে উঠেছে। ভারত অস্ট্রেলিয়া ফাইনালের দৌড়ে প্রথম থেকে এগিয়ে ছিল।
কিন্তু টিম ইন্ডিয়ার সাম্প্রতিক সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। গাব্বায় টেস্ট ম্যাচ ড্র করায় সমস্যায় পড়ল টিম ইন্ডিয়া।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে বরাবরই ছিল অস্ট্রেলিয়া। এবার আরও সুবিধা হয়ে গেল দক্ষিণ আফ্রিকার।
অস্ট্রেলিয়া-ভারতের মধ্যে তৃতীয় টেস্ট ড্র হওয়ায় পয়েন্ট টেবলের অবস্থানে বদল হল না। কিন্তু ভারতের সমীকরণ আরও কঠিন হল। এক নম্বরেই থাকল দক্ষিণ আফ্রিকা।
১০টি টেস্ট ম্যাচের মধ্যে ছয়টি জিতে, তিনটি হেরে এবং একটি ড্র করেছে প্রোটিয়ারা। তাদের পয়েন্ট এখন ৭৬, দক্ষিণ আফ্রিকার পার্সেন্টেজ পয়েন্ট হলো ৬৩.৩৩ শতাংশ।
অস্ট্রেলিয়া ১৫ ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছে, চারটি হেরে এবং দুটি ড্র করে ২ নম্বরে আছে।
অস্ট্রেলিয়ার সাফল্যের হার বা পার্সেন্টেজ পয়েন্ট হলো ৫৮.৮৯ শতাংশ। ১০৬পয়েন্টে থাকলেও অজিরা পার্সেন্টেজ পয়েন্ট কম হওয়ায় দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে।
গাব্বা টেস্ট ড্র করে ভারতের পার্সেন্টেজ পয়েন্ট বা সাফল্যের হার কমে হলো ৫৫.৮৯ শতাংশ। ফলে ভারত এখন তিন নম্বরে আছে। নিউজিল্যান্ড রয়েছে চারে। তাদের ক্ষেত্রে পার্সেন্টেজ পয়েন্ট হলো ৪৮.২১ শতাংশ।
ভারত ১৭ টেস্টের মধ্যে ৯টি জিতেছে ৬টি হেরেছে এবং দুটি ড্র করেছে। ভারত পারথে প্রথম ম্যাচ জিতলেও অ্যাডিলেডে হারের মুখ দেখেছে এবং গাব্বায় ড্র করেছে ।
ফলে ভারতের সামনে এখন দুটি ম্যাচ রয়েছে। এই দুটি ম্যাচের সব কটি ভারত জিতলে সিরিজে ফল হবে ৩-১।
ফলে ভারত সহজেই ফাইনালে পৌছে যাবে ফাইনালে। লবোর্ন ও সিডনির শেষ ২টি টেস্টের ফলাফল অন্যরকম হলেই বিপদ রোহিতদের।
কিন্তু ভারত ২-১ এ সিরিজ জিতলেও ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রে দুই ম্যাচের সিরিজে শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-০ তে জিততে হবে।
বা সিরিজ ১-১ ড্র হতে হবে। অস্ট্রেলিয়া-ভারতের মধ্যে সিরিজ ২-২ ড্র হলে, তখনও সুযোগ থাকবে।
তবে সেক্ষেত্রে দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-০ তে হারাতে হবে পাকিস্তানকে। গাব্বা টেস্ট ড্রয়ের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার রাস্তা ভারতের সামনে অনেকটা কঠিন হয়ে গেল।
আপাতত অঙ্ক খুব কঠিন হয়ে যাচ্ছে ভারতের জন্য। তবে ভারতের মিশন এবার মেলবোর্ন।
Posted ৯:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta