কক্সবাংলা ডটকম :: বিশ্ব ফুটবলের এক নম্বর দেশ হিসাবে নিজেদের জায়গা ধরে রাখল বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ফিফার তরফে যে ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে তাতে শীর্ষস্থানে রয়েছে লিওনেল মেসির দল।
১৮৬৭ দশমিক ২৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে নীল-সাদা জার্সিধারীরা।এ নিয়ে টানা দ্বিতীয়বার শীর্ষ স্থানে থেকে বছর শেষ করল লিওনেল স্কালোনির শিষ্যরা।
গত নভেম্বরে সর্বশেষ ক্রমতালিকা প্রকাশ করেছিল ফিফা। তার পরে মাত্র ২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে।
ফলে ক্রম তালিকায তেমন পরিবর্তন ঘটেনি। শীর্ষ দশে তেমন কোনও পরিবর্তন হয়নি।
তাছাড়া প্রথম তিনে থাকা দলগুলোর মধ্যে পয়েন্টেরও তেমন পার্থক্য নেই।
ফিফার প্রকাশিত তালিকা অনুযায়ী, এক হাজার ৮৬৭.২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিওনেল মেসির দল।
এক হাজার ৮৫৯.৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে কিলিয়ান এমবাপের ফ্রান্স এবং এক হাজার ৮৫৩.২৭ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে চলতি বছর ইউরো জয়ী স্পেন।
চতুর্থ স্থানে রয়েছে চলতি বছরের ইউরো রানার্স ইংল্যান্ড। হ্যারি কেইনদের দলের পয়েন্ট এক হাজার ৮১৩.৮১।
চরম দুঃসময়ের মধ্যে বছর পার করা ব্রাজিল এক হাজার ৭৭৫.৮৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।
ষষ্ঠ থেকে দশম স্থানে রযেছে যথাক্রমে পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি ও জার্মানি।
Posted ১০:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta