কক্সবাংলা ডটকম :: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে বিরাট জয় আর্জেন্টিনার ৷ তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে ৷
২০২৬ সালের ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে জয় পেল আর্জেন্টিনা ৷
দাপুটে পারফরম্যান্স করল আর্জেন্টিনা
বুধবার ভোরে ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্স করে ব্রাজিলকে ৪-১ গোলে হারাল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ান আর্জেন্টিনা।
এই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গেই ২০২৬ সালে ফিফা বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করে ফেলল আর্জেন্টিনা।
ম্যাচের স্কোর লাইনই বলে দিচ্ছে চির প্রতিপক্ষ দলের বিরুদ্ধে দাপটে পারফরম্যান্স করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনা দলে যেমন মেসি ছিলেন না তেমনই আবার ব্রাজিলের হয়ে নেইমারও খেলতে পারেননি।
ফলে দুই দলের দুই মহাতারকার দ্বৈরথ দেখা গেল না এই ম্যাচে।
মেসিহীন আর্জেন্টিনাও যে ব্রাজিলকে হেলায় হারাতে প্রস্তুত সেটা প্রমাণিত হল এই ম্যাচেই।
ব্রাজিলের রক্ষণের দুর্বলতার কথা জানতেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। ফলে তিনি আক্রমণের ছন্দেই দল সাজিয়েছিলেন।
ফলে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে।
এই ম্য়াচে আর্জেন্টিনা এগিয়ে যায় চার মিনিটেই। বক্সের বাইরে বল পেয়েছিলেন আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ।
সেখান থেকে গোল করতে ভুল করেননি আলভারেজ। দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে।
১২ মিনিটে এনজো ফার্নান্দেজ গোল করলেন। দুরন্ত শটে ব্রাজিলের জালে বল জড়ালেন এনজো ফার্নান্দেজ।
দুই গোল হজম করার পর খেলায় ফেরে ব্রাজিল। তারা একটি গোল শোধ করে ২৬ মিনিটে। গোল করেন কুনহা। তবে গোল খেয়েও আক্রমণের ধারা বজায় রাখে আর্জেন্টিনা।
৩৭ মিনিটে আর্জেন্টিনার হয়ে গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের। প্রথম পর্বের শেষে খেলার স্কোর লাইন ছিল আর্জেন্টিনা ৩, ব্রাজিল ১।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবলের ধারাবাহিকতা ধরে রাখে আর্জেন্টিনা। প্রতিপক্ষ দলের রক্ষণে বার বার আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা গোলের কয়েকটি সুযোগ হারিয়ে ফেলে ভালো ফিনিশিংয়ের অভাবে।
অবশেষে ৭১ মিনিটে চার নম্বর গোলটি পায় আর্জেন্টিনা। নিকোলাস তাগলিয়াফিকোর পাস থেকে গোলটি করেন গিলিয়ানো সিমিওনে।
২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্রাজিলের বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট দরকার ছিল স্কালোনির দলের। কিন্তু আর্জেন্টিনা পেল তিন পয়েন্ট ।
ব্রাজিলের যোগ্যতা অর্জন এখনও অনিশ্চিত। এই নিয়ে বিশ্বকাপে চারটি দেশ যোগ্যতা অর্জন করল।
জাপান, নিউজিল্যান্ড, ইরানের পর মার্কিন মুূলুকের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনাও।
তবে ব্রাজিলীয় ভক্তরা কিন্তু তাদের প্রিয় দলের পারফরম্যান্সে একেবারেই খুশি হতে পারছেন না।
Posted ১:১৬ অপরাহ্ণ | বুধবার, ২৬ মার্চ ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta