কক্সবাংলা ডটকম(১৮ জুন) :: ওভালে ইতিহাস লিখল পাকিস্তান৷ ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল সরফরাজ অ্যান্ড কোং৷ প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ১২৪ রানে হারের বদলা নিল বিশ্ব র্যাঙ্কিং-এর আট নম্বর দল৷
ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ৩৩৮ রান তোলে পাকিস্তান৷ জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ০ রানে প্যাভিলিয়নে ফেরেন সেমিফাইনালের নায়ক রোহিত শর্মা৷
রোহিতের উইকেট তুলে নিয়ে প্রথম ধাক্কা দেন মহম্মহ আমের৷ এরপর কোহলিকে পাঁচ রানে ফিরিয়ে ভারতের ইনিংসে ফের আঘাত হানেন বাঁ-হাতি এই পেসার৷ ফাইনালে তিন উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করেন আমের৷
টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়ে গোন্ডেল বল পেলেন হাসান আলি৷৬৭.৬০ অ্যাভারেজে ৩৩৮ রান করে গোন্ডেল ব্যাট পুরস্কার জিতল শিখর ধাওয়ান৷
ফাইনালে ১১৪ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হলেন ফকহার জামান৷ টুর্নামেন্টের সেরা বোলারের পুরস্কার জিতলেন হাসান আলি৷
Posted ১:৫৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta