কক্সবাংলা ডটকম(২৪ মে) :: ভারত এবং ইজরায়েল যৌথ প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক ছুঁতে চলেছে। ভারতীয় নৌবাহিনীর চারটি জাহাজে অত্যাধুনিক LRSAM Air and Missile System বসানোর জন্য সম্প্রতি ভারতের সাথে ৬৩০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে ইজরায়েল এরোস্পেস এজেন্সি। সুত্রের খবর ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে 15B BISAKHAPATNAM CLASS MISSILE DESTROYER জাহাজে এগুলি অন্তর্ভুক্ত হবে।
KOlKATA CLASS MISSILE DESTOYER INS KOCHI তে এক সপ্তাহ আগেই LRSAM Air and Missile System এর পরীক্ষা চালানো হয়েছিল। ভারতের নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার আই এন এস ভিক্রান্তেও এই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রত্যেকটি LRSAM Air and Missile System এ একটি লঞ্চার,আটটি মিসাইল বহন ক্ষমতা,একটি কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, এবং একটি ট্র্যাকিং র্যাডার আছে।ভারতীয় নৌবাহিনী ১২ টি এই ধরনের Air and Missile System কিনতে উদ্যোগী হয়েছে,শুধু তাই নয়, ভারতীয় বিমানবাহিনীতে MRSAM নামক স্থলব্যাবস্থা বসানো হবে বলেও জানা গেছে। এছাড়াও QUICK REACTION SURFACE TO AIR BARAK 8 নামক মিসাইলও ভারতকে সরবরাহ করতে উদ্যোগী হয়েছে ইজরায়েল।
Posted ৮:৩২ অপরাহ্ণ | বুধবার, ২৪ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta