কক্সবাংলা ডটকম(২৫ ডিসেম্বর) :: দেশের মাটিতে তৈরি দ্বিতীয় এয়ারক্রাফট কেরিয়ার চলবে পরমাণু শক্তিতে। এমনটাই জানিয়ে দিল প্রতিরক্ষা মন্ত্রক।
নতুন এই এয়ারক্রাফট কেরিয়ারে কি কি ফিচার থাকবে সেটাই ইতোমধ্যেই সাজিয়ে ফেলেছে ভারতীয় নৌবাহিনী। সেখানেই নিউক্লিয়ার প্রপালসানের কথা উল্লেখ করা হয়েছে।
এছাড়াও এতে ব্যবহার করা হবে আমেরিকার ইলেকট্রো ম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম। রিঅ্যাকটর টেকনোলজি আসবে ভারতের প্রথম এয়ারক্রাফট কেরিয়ার INS Arihant থেকে।
ভারতের নিজেদের প্রযুক্তিতেই তৈরি হবে এই যুদ্ধবিমানবাহী রণতরী। শুধুমাত্র এই প্রযুক্তির নিরাপত্তার দিকটি খতিয়ে দেখবে আমেরিকা।
INS Vishal নামের এই কেরিয়ার পরমাণু শক্তিচালিত হলে ২০ বছর পর্যন্ত জ্বালানি না ভরলেও চলবে।
তবে এই ধরনের কেরিয়ার বানাতে সময় লাগে ১০-১২ বছর। ২০৩০-এর মধ্যে এটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে বলেও জানানো হয়েছে। ৫০টি এয়ারক্রাফট নামতে পারবে এই এয়ারক্রাফট কেরিয়ারে।
এই কেরিয়ারের জন্য Northrop Grumman E-2 এয়ারবোন কিনবে ভারত। ২০১৫-র মে মাসে পারিক্করের নেতৃত্বে প্রতিরক্ষা মন্ত্রক এই এয়ারক্রাফট কেরিয়ার তৈরির জন্য প্রাথমিকভাবে ৩০ কোটি টাকা বরাদ্দ করেছিল।
এটি তৈরি করতে সাহায্য করার জন্য বলা হয়েছিল আমেরিকা, রাশিয়া ও ফ্রান্স সরকারকে। এর আগে দেশে তৈরি এয়ারক্রাফট কেরিয়ার INS Vikrant-এর থেকে ৩-৪ গুন বেশি খরচ পড়বে এই INS Vishal তৈরি করতে।
Posted ৮:০১ অপরাহ্ণ | সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta