কক্সবাংলা ডটকম(২১ মে) :: প্রস্তাবিত ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট ঘিরে অনিশ্চয়তার মধ্যেই নিজের দেশে স্টিলথ ফাইটার বিমান তৈরির পরিকল্পনা বাস্তবায়িত করতে পূর্ণ উদ্যমে এগোচ্ছে ভারত৷ শুক্রবার এ খবর জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের এক শীর্ষ কর্তা৷
একদিকে যখন অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট নিয়ে নকশা তৈরির কাজ চলছে, তখন অন্যদিকে স্টিলথ ফাইটার নির্মাণ নিয়ে বহু বিলিয়ন ডলারের প্রকল্প নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা৷ কারণ এএমসিএ প্রকল্প নিয়ে রাশিয়া ইতিমধ্যেই জরুরি তাগিদ দিয়ে চলেছে৷ শুধু আমেরিকা, রাশিয়া ও চিনেরই এধরনের বিমান নির্মাণ প্রকল্প রয়েছে৷
সবকিছু যদি এয়ারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির পরিকল্পনা মোতাবেক চলে, তাহলে দশ থেকে বারো বছরের মধ্যে প্রথম প্রোটোটাইপ তৈরি সম্ভব হবে বলে সরকারি সূত্র থেকে জানা গিয়েছে৷ এক প্রবীণ বায়ুসেনা অফিসার জানিয়েছেন, যদি এফজিএফএ প্রকল্প কার্যকর না হয়, সেক্ষেত্রে এএমসিএ ভালো বিকল্প হতে পারে৷ তবে সেটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা, কারণ উৎপাদন শুরু হবে ২০৩৫-২০৩৭ সাল থেকে৷
তিন সদস্যের একটি সরকারি কমিটি এফজিএফএ প্রকল্পের কার্যকারিতা নিয়ে রিপোর্ট পেশ করতে চলেছে৷ প্যানেলটি তৈরি হয়েছে মাস তিনেক আগে৷ এএমসিএ প্রকল্পে বিদেশি সামরিক ঠিকেদারদের সঙ্গে সহযোগিতার পরিকল্পনা নিয়েছে ভারত৷ কিন্তু এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ স্টিলথ ফাইটার প্রকল্পের জন্য কারিগরি পরামর্শ দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউরোপিয় ও মার্কিন সংস্থাগুলি৷
সূত্রের খবর, ভারত ইতিমধ্যেই রাশিয়াকে জানিয়ে দিয়েছে এফজিএফএ প্রকল্পে কারিগরির দিকটিতে গুরুত্ব দেওয়া উচিত৷ তাতে ভারতের প্রস্তাবিত প্রকল্প উপকৃত হবে৷ সূত্র জানিয়েছে, দসাল্ট অ্যাভিয়েশন ও বোয়িংয়ের মতো সংস্থার সঙ্গে এডিএ আলোচনা চালিয়ে যাচ্ছে৷ তবে তবে কোন বিদেশি সংস্থা এর দায়িত্ব পাবে, সেটা আগেভাগে বলা মুশকিল৷ বর্তমানে ভারতীয় বায়ুসেনার তেত্রিশটি ফাইটার স্কোয়াড্রন রয়েছে৷
আশা করা হচ্ছে তেজা লাইট কমব্যাট এয়ারক্রাফট বায়ুসেনায় নিয়ে আসা হলে এবং আরও সুখোই থার্টি, রাফালে ফাইটার জেট, এফজিএফএ ও মিডিয়াম ওয়েট ফাইটার বিমান বিদেশি সংস্থার সহযোগিতায় ভারতে তৈরি করা হলে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এক শক্ত ভিতের ওপর নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে৷
Posted ২:০৮ অপরাহ্ণ | রবিবার, ২১ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta