কক্সবাংলা ডটকম(২৯ মে) :: নতুন করে ফের নির্ভয়া ক্রুজ মিসাইলের পরীক্ষা করতে চলেছে ভারত। আগামী ৩১ মে ভারতের অত্যাধুনিক এই মিসাইলের পরীক্ষা করতে চলেছে ডিআরডিও। আর এই মিসাইলের পরীক্ষার আগে যুদ্ধকালীন তৎপরতায় এখন চলছে মিসাইলের শেষ পর্যায়ের কাজ। কারণ, এবার আর কোনও ঝুঁকি নিতে নারাজ গবেষকরা।
প্রসঙ্গত, এর আগে একাধিকবার দেশীয় প্রযুক্তিতে তৈরি এই নির্ভয়া ক্রজ মিসাইলের পরীক্ষা চালিয়েছেন। কিন্তু তা সফল হয়েনি। কারণ, বেশ কয়েকটি প্রযুক্তিগত কারণেই এই মিসাইলের পরীক্ষা সফল হয়নি। ফলে, এবারের নির্ভয়া ক্রজ মিসাইলের পরীক্ষা বেশ চ্যালেঞ্জ বিজ্ঞানীদের কাছে। দেশের সামরিক বাহিনীর কাছে এই মিসাইল খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই মিসাইল long-range subsonic cruise missile। চোখের পলকে ১০০০ মাইল ছুটে গিয়ে শত্রুর যে কোনও বস্তুকে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে পারে এই মিসাইল। এমনকি, শত্রু পক্ষের রেডারও এই মিসাইলও কোনও ভাবে ধরতে পারবে না। ফলে এই মিসাইল সেনাবাহিনীর কাছে বেশ গুরুত্বপূর্ণ।
এই মিসাইল ডিআরডিও এবং Aeronautical Development Establishment (ADE) যৌথভাবে তৈরি করেছে। তবে এখন দেখার আগামী ৩১ তারিখ চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে এই মিসাইল সফল হয় কিনা।
Posted ১:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta