কক্সবাংলা ডটকম(১৮ জানুয়ারী) :: ফের মিসাইল উৎক্ষেপণে সাফল্য ভারতের। ওড়িশার উপকূল থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হল পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৫। এর রেঞ্জ ৫০০০ কিলোমিটার। বৃহস্পতিবার সকালে ৯টা ৫৩ মিনিটে আব্দুল কালাম আইল্যান্ডের উপকূল থেকে উৎক্ষেপণ করা হয় এই মিসাইল।
চিন-সহ এশিয়ার যে কোনও জায়গায়, আফ্রিকা ও ইউরোপের একাংশে আঘাত হানতে পারে অগ্নি – ৫। ভারতের হাতে থাকা সবথেকে ভয়ঙ্কর অস্ত্র হিসেবে বর্ণনা করা হয় এই মিসাইলকে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, যে কোনও সময় ৮,০০০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো যেতে পারে অগ্নি -৫ এর পাল্লা।
২০১২ সালের ১৯ এপ্রিল প্রথমবার অগ্নি – ৫ এর সফল উৎক্ষেপণ করে ডিআরডিও। এর পর ২০১৩, ২০১৫, ২০১৬ সালে ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা করেছে নয়াদিল্লি। বহস্পতিবার পঞ্চম সফল পরীক্ষামূলক উত্ক্ষেপণের পর সেনাবাহিনীর অন্তর্ভুক্তির পথে আরও এক ধাপ এগোল অগ্নি – ৫।
ভূমি থেকে ভূমি অগ্নি ৫ মোট তিনটি অংশ দিয়ে গঠিত। ১৭ মিটার দীর্ঘ এই মিসাইলের ওজন প্রায় ৫০ টন। অগ্নি সিরিজের আরও ৪টি ক্ষেপণাস্ত্র রয়েছে ভারতের হাতে। এর মধ্যে অগ্নি – ১ এর পাল্লা ৭০০ কিলোমিটার, অগ্নি – ২ ২,০০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে। অগ্নি – ৩ এর মারণ ক্ষমতা ৩,০০০ – ৫,০০০ কিলোমিটার, অগ্নি – ৪ এর পাল্লা ৩,৫০০ – ৪,০০০ কিলোমিটার।
এদিকে যুক্তরাষ্ট্রের এমআইটি’র অধ্যাপক বিপিন নারাং জানান, এই পরীক্ষামূলক উৎক্ষেপণ নতুন কোনো সক্ষমতার কথা বলছে না। এটা কেবল একটি পরীক্ষা। একে ভারতীয় সেনাবাহিনীর নিয়মিত প্রযুক্তিগত মহড়া বলেই মনে করেন এই অধ্যাপক।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের ধারণা, ভারতের অস্ত্রভাণ্ডারে ১২০ থেকে ১৩০টি পরমাণবিক অস্ত্র রয়েছে।
তথ্যসূত্র: সিএনএন
Posted ৩:১০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta