কক্সবাংলা ডটকম :: ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পর আসছে আরও একটা আইসিসির মেগা ওডিআই ইভেন্ট। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।
অবশেষে ঘটল সমস্ত জল্পনার অবসান। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিসিসিআইয়ের পক্ষ থেকে ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হল। প্রায় প্রতিটা অংশগ্রহণকারী দলই নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছিল আগেই।
এ বার প্রকাশ্যে এল ভারতের প্রাথমিক স্কোয়াড। দলের অধিনায়ক রোহিত শর্মা, সহ অধিনায়ক হয়েছেন শুবমান গিল। দলে ফিরলেন মহম্মদ সামি। প্রত্যাশা মতোই চোট থাকলেও প্রাথমিক দলে আছেন বুমরা।
বর্ডার গাভাসকর ট্রফির পর থেকেই ভারতীয় ক্রিকেটের আবহাওয়া যথেষ্ট গরম। জারি করা হয়েছে দশ দফা নতুন নিয়ম, প্লেয়ারদের উপর আরোপ করা হয়েছে অনেক নিষেধাজ্ঞা। ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। তারকা পেসার জশপ্রীত বুমরার চোট নিয়েও চলছে আলোচনা।
এতকিছুর মধ্যে শেষ পর্যন্ত শনিবারই এই টুর্নামেন্টের জন্য ভারতীয় দল ঘোষণা হল। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের থেকে কতটা আলাদা হল চ্যাম্পিয়ন্স ট্রফির দল? কারা নতুন এলেন? কারা বাদ গেলেন? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই নজর রাখা যাক ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে কারা ছিলেন ভারতীয় দলে। রোহিত শর্মা( অধিনায়ক) হার্দিক পাণ্ডিয়া( সহ অধিনায়ক), শুভমান গিল , বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল( পরে আসেন রবিচন্দ্রন অশ্বিন), শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্দদ শামি, কুলদীপ যাদব।
এবার দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত দলে কারা আছেন, রোহিত শর্মা( অধিনায়ক), বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল(সহ অধিনায়ক), ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ , হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মম শামি।
২০২৩ সালের একদিনের বিশ্বকাপের দল থেকে উল্লেখ্যযোগ্য ভাবে বাদ গিয়েছেন মহম্মদ সিরাজ। বিগয় কয়েক বছর ধরেই ওডিআই দলের নিয়মিত সদস্য ছিলেন সিরাজ।
কিন্তু বল পুরানো হয়ে গেলে খুব বেশি কার্যকর থাকেন না সিরাজ। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ব্রাত্য হয়ে গেলেন সিরাজ।
ঈশান কিষাণ, বিগত ১ বছরের বেশি সময় ধরেই ভারতীয় দলে ব্রাত্য। শৃঙ্খলাজনিত ইস্যুতে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকেও বাদ গিয়েছেন ঈশান।
ফলে এবার তাঁর নাম নিয়েও আলোচনা হয়নি। রোহিত, গিলের সঙ্গে বিকল্প ওপেনার হিসেবে প্রথমবার একদিনের দলে জায়গা পেয়েছেন যশস্বী।
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ হয়নি বর্তমান টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব।
তিনি একদিনের দলে ক্রমশ ব্রাত্য হয়ে যাচ্ছেনষ মিডল অর্ডারে শ্রেয়স ফিরলেও সূর্যের দলে জায়গা হল না। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের দলে ছিলেন শার্দূল ঠাকুর।
তিনিও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাননি।
অন্যদিকে আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আর অশ্বিন ফলে তাঁর দলে থাকার প্রশ্নই নেই।
অন্যদিকে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের মাঝপথেই ছিটকে যান পাণ্ডিয়া। তার পরিবর্তে আসেন প্রসিদ্ধ কৃষ্ণ। তিনিও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাননি।
Posted ৮:৫০ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta