কক্সবাংলা ডটকম(১৭ জুন) :: বিশ্বে লেজার প্রযুক্তির মাধ্যমে সর্বাধুনিক পাঁচ গোপন অস্ত্র বানাতে চলেছে ভারত।এর মাধ্যমে লেজার প্রযক্তির সমরাস্ত্র তৈরিতে ভারত পৌছে যাবে এক অনন্য উচ্চতায়।
১. কালি
শত্রুপক্ষের মিসাইল ধ্বংস করতে এখন তাদের ভরসা ‘কালি’। এ হল এল উন্নতমানের মিসাইল ধ্বংসকারী অস্ত্র যা তৈরিতে মনোনিবেশ করেছেন ভারতীয় বিজ্ঞানীরা৷ মিসাইল বিধ্বংসী এই অস্ত্রের নাম ‘কিলো অ্যাম্পিয়ার লিনিয়র ইনজেক্টর৷’ যাকে সংক্ষেপে বলা হচ্ছে ‘কালি’৷
বিজ্ঞানীরা জানাচ্ছেন, ইলেক্ট্রিক্যাল মাইক্রোওয়েভের মাধ্যমে মিসাইল ধ্বংস করবে কালি৷ শুধুমাত্র মিসাইল নয় শত্রুপক্ষের যে কোনও ধরনের যুদ্ধবিমানকে মাঝ আকাশে ধ্বংস করে দিতে পারবে কালি থেকে নির্গত মাইক্রোওয়েভ৷ এ ছাড়াও শত্রুপক্ষের স্যাটেলাইটও ধ্বংস করতে পারবে কালি।
ভারতীয় বিজ্ঞানীরা জানাচ্ছেন, যেকোনো লেজার অস্ত্রের থেকেও বেশি ক্ষমতাসম্পন্ন এই প্রযুক্তি৷ সূত্রের খবর, এই মাইক্রোওয়েভ প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে মাইক্রোওয়েভ বন্দুক তৈরি করার কথাও ভাবা হচ্ছে৷
২. ইলেকট্রোম্যাগনেটিক বোমা
৩. পাওয়ার ম্যানিপুলেটর
দ্রুত ব্যবহাররে যোগ্য করা হবে এই পন্থা। ইতোমধ্যেই কাজ এগিয়েছে বেশ খানিকটা। এই ব্যবস্থায় কেমিক্যাল অ্যানালিসিস সম্ভব হবে। এতে পরমাণুর উপাদান থোরিয়ামের ব্যবহারে সুবিধা হয়। এছাড়াও ওয়াল ক্লাইম্বিং রোবটও তৈরি করা হয়েছে।
৪. লেজার প্রোগ্রাম
উন্নততর লেজার অস্ত্র তৈরির ব্যবস্থা হচ্ছে ভারতে। তৈরি হচ্ছে প্লাজমা আরএফ রিঅ্যাকটর, প্লাজমা মাইক্রোওয়েভ সিস্টেম, লেজার আরএফ সিও২।
৫. থোরিয়াম ফুয়েল সাইকেল
খনি থেকে থোরিয়াম পাওয়া খুবই বিরল। ফলে থোরিয়াম ফুয়েল পুনর্ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। ভারতে এবার সেই ব্যবস্থাই করা হচ্ছে।
Posted ১:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta