কক্সবাংলা ডটকম(২০ জুন) :: ভারতের মাটিতে এবার তৈরি হবে মার্কিন যুদ্ধবিমান F-16. মার্কিন সংস্থা লকহিড মার্টিনের সঙ্গে ইতিমধ্যেই এবিষয়ে চুক্তি হয়েছে ভারতের সংস্থা টাটার। ভারতে F-16 Block 70 তৈরি করতেই হয়েছে এই চুক্তি। এটি ভারতীয় বায়ুসেনার সিঙ্গল ইঞ্জিন ফাইটার জেটের চাহিদা মেটাবে বলে মনে করা হচ্ছে।
বিশ্বের অন্যতম বড় ডিফেন্স কনট্রাক্টর লকহিড মার্টিনের সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারত F-16-এর মত উন্নতমানের যুদ্ধবিমান তৈরি করা, অপারেট করা ও রফতানি করার সুযোগ পাবে। এটি বিশ্বের সবথেকে সফল মাল্টি-রোল ফাইটার জেট।
ভারতীয় বায়ুসেনার সোভিয়েত যুদ্ধবিমান প্রযুক্তিগত দিক দিয়ে পুরনো আমলের বলেই গন্য করা হয়। বায়ুসেনার বাড়তে থাকা চাহিদা জোগান দিতে বহুদিন ধরেই কথা চলছিলো নতুন বিমান নিয়ে আসার। কিন্তু প্রধানমন্ত্রীর শর্ত অনুযায়ী বিমানগুলিকে ভারতেই তৈরি হতে হবে। শেষমেশ প্রধানমন্ত্রীর ইচ্ছানুরূপ টাটার সঙ্গে হাথ মিলিয়ে ভারতেই বিমান বানানোর সিদ্ধান্ত নিলো লকহিড মার্টিন।
এফ-১৬ বর্তমানে পৃথিবীর অন্যতম উন্নতমানের এবং সফল যুদ্ধবিমান। এই বিমান ভারতীয় বায়ুসেনার অন্তর্গত হলে ভারতের সামরিক শক্তি যে অনেকাংশে বেড়ে যাবে তা অতি অবশ্যই।
এর ফলে ভারতে প্রচুর কর্মসংস্থান হবে। লকহিড মার্টিনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অরল্যান্ডো কারভালহো জানান, টাটার মত সংস্থার সঙ্গে কাজ করতে পেরে তাঁরা খুশি। মেক ইন ইন্ডিয়ায় এই ফাইটার জেট তৈরি হলে দুই দেশের মধ্যে সম্পর্কও পোক্ত হবে বলে উল্লেখ করেছেন তিনি।
উল্লেখ্য, আগামী ২৬ জুন ওয়াশিংটনে বৈঠকে বসার কথা ট্রাম্প ও মোদীর। বৈঠকের আগেই এই চুক্তি হওয়ার ফলে দুই দেশের বৈঠক আরও বেশি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।
Posted ৩:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta