কক্সবাংলা ডটকম(১৬ আগস্ট) :: ডোকলাম ইস্যু নিয়ে ক্রমশ জটিল হচ্ছে ভারত-চিন সম্পর্ক৷ মঙ্গলবার দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পাথর ছোঁড়াছুড়ি হয় বলে খবর৷জানা গিয়েছে, লাদাখে নিজেদের সীমানা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করলে চিনা ফৌজকে বাধা দেয় ভারতীয় জওয়ানরা৷
এরপর ভারতীয় সেনাদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে চিনের সেনাবাহীনী৷পাল্টা জবাব দেয় ভারতও৷এরপরে বেশ কিছুক্ষণ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে৷ দুই পক্ষের বেশ কয়েকজন সেনা আহত হয়েছে বলে জানা গিয়েছে৷
মঙ্গলবার ভারতের ৭১তম স্বাধীনতা দিবস উপলক্ষে নাথু লা সীমান্তে মিষ্টি বিতরণের পাশাপাশি ভারত ও চিন, দুই দেশের জওয়ানরা নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন৷ ডোকলাম ইস্যুতে সীমান্তে যুদ্ধের পরিবেশের মধ্যে দুই দেশের সেনাদের এই ভিন্ন ছবি যখন আলাদা বার্তা দিচ্ছে ঠিক এর মধ্যে লাদাখ সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই দেশের নিরাপত্তারক্ষীরা৷
জানা গিয়েছে এদিন সকাল ৬ টা ও ৯ টা নাগাদ মোট দু’বার চিনা সেনা ফিঙ্গার ফোর এরিয়া পর্যন্ত এগিয়ে এসেছিল। এই অঞ্চলটি তারা নিজেদের বলে দাবি করে৷ এদিকে ভারতও দাবি, এটি চিনের নয়৷ এই নিয়ে দুই দেশের বিরোধ নতুন কিছু নয়৷ এদিকে সেনা সূত্রে খবর, চিনা বাহিনী জোর করে ঢোকার চেষ্টা করলে ভারতীয় জওয়ানরা মানবপ্রাচীর তৈরি করে৷ বাধা দেওয়া হয়৷
সেই বাধা টপকে ফের ঢোকার চেষ্টা করলে প্রথমে দুই দেশের নিরাপত্তারক্ষীদের মধ্যে শুরু হয় জোর ধস্তাধস্তি৷ ভরাতীয় জওয়ানদের শক্তিশালী মানবপ্রাচীরের সঙ্গে এঁটে উঠতে না পেরে পিছু হটে চিনের ফৌজ৷ এরপরেই ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে৷পাল্টা জবাব দেয় ভারতও৷
বেশ কিছুক্ষণ ধরে পাথর ছোঁড়াছুড়ি ফলে আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন৷ তবে পরিস্থিতি বেগতিক হওয়ার আগেই দু’পক্ষই নিয়মমাফিক ব্যানার ড্রিল করে৷নিজ নিজ জায়গায় ফিরে যায়৷যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত সেনাবাহিনীর তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি৷
Posted ১২:০৫ অপরাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta