কক্সবাংলা ডটকম(২২ জুলাই) :: বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে জাপানের সঙ্গে ভারতের চুক্তিটি গত বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।
ভারতের পররাষ্ট্র সচিব জয়শংকর ও জাপানের কূটনীতিবিদ কেনজি হিরামাতসুর মধ্যে পরমাণু চুক্তি-বিষয়ক কূটনৈতিক নোট বিনিময়ের মধ্য দিয়ে চুক্তিটির বাস্তবায়ন শুরু হয়েছে। চুক্তিটির মাধ্যমে জ্বালানি নিরাপত্তা ও পরিবেশবান্ধব জ্বালানির ক্ষেত্রে ভারত-জাপানের সহযোগিতামূলক সম্পর্কই প্রতিফলিত হচ্ছে।
চুক্তিটির সুবাদে ভারতে পরমাণু প্রযুক্তি রফতানি করতে পারবে জাপান। সেসঙ্গে ভারতের পরমাণু বিদ্যুেকন্দ্রগুলোয় অর্থায়নও করতে পারবে দেশটি। চুক্তিটি ভারতে পরমাণু বিদ্যুত্ কার্যক্রম প্রসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য পূরণে আরো সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে দীর্ঘ ছয় বছর আলোচনার পর গত নভেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাপান সফরে বেসামরিক পরমাণু চুক্তিটি সই হয়। আর চলতি বছরের সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তার এ সফরকে সামনে রেখেই চুক্তিটি কার্যকর হয়েছে বলে বলা হচ্ছে।
আশা করা হচ্ছে, জাপানের প্রধানমন্ত্রীর সফরে ভারতের আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত দ্রুতগতির ট্রেন চালুর প্রকল্পটির কাজ শুরু হবে।
Posted ১১:২৫ পূর্বাহ্ণ | শনিবার, ২২ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta