প্রেস বিজ্ঞপ্তি(২৭ মে) :: সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে কক্সবাজারের যুব, ছাত্র, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে উক্ত প্রতিবাদ সমাবেশ শনিবার ২৭ মে বিকেলে অনুষ্ঠিত হয়।
কমরেড সমীর পালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমরেড সাধন সরকার, কমরেড অনিল দত্ত, কমরেড গিয়াস উদ্দিন, কলিম উল্লাহ, তাপস বড়–য়া, শহীদুল্লাহ শহীদ, আরিফুল ইসলাম নাদিম, ফাতেমা আক্তার মার্টিন, মংথেলা রাখাইন, মোসাদ্দিক আবু, আনোয়ার হাসান চৌধুরী, অনুপম চক্রবর্তী, কালাম আজাদ, শাহাদাত হোসেন, আমিরুল ইসলাম রাশেদ, জসিম উদ্দিন, নুর মোহাম্মদ, ফাল্লুনি হৈমু, অর্পণা দে, আমীর হামজা, নোবেল বড়–য়া, আমান উল্লাহ, রুবেল, সুনিল ও জমির প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ভাস্বর্য অপসারণের মধ্যদিয়ে সরকার মৌলবাদ ও সাম্প্রদায়িকতার নিকট আত্মসর্মপণ করেছে। মুক্তিযোদ্ধের চেতনার শক্তিকে চরম ভাবে অপমান করেছে।
সেই সাথে বক্তারা পাঠ্য পুস্তকে যেসব প্রগতিশীল ও মুক্তমনা লেখকদের লেখা বাদ দেয়া হয়েছে তা পুন:বহালের দাবি জানান।
Posted ১২:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta