কক্সবাংলা ডটকম(১৯ জুন) :: মঙ্গল গ্রহ অভিযানে যাওয়া ভারতের স্পেসক্রাফটটি হাজার দিন সম্পূর্ণ করল৷ এটি ছিল বিশ্বের সবথেকে কম খরচের একটি স্পেসক্রাফট৷ হাজার দিন কেটে গেলেও এই স্যাটেলাইটটি এখনও রয়েছে সঠিক অবস্থায় এবং সঠিক ভাবে কাজ করছে এটি৷ সোমবারই এই স্পেসক্রাফটটি হাজার দিন পূরণ করল৷
এই প্রসঙ্গে ইসরো(ISRO) জানিয়েছে, এই বিশেষ এয়ারক্রাফটটির নাম MOM৷ এই মঙ্গলের কক্ষপথে রয়েছে পাঁচটি বৈজ্ঞানিক যন্ত্রাদি৷ এগুলির মধ্যে রয়েছে LAP, MSM, MENCA, MCC এবং TIS৷ এই MOM এয়ারক্রাফটটি মহাকাশ থেকে ৭১৫টি ছবি পাঠিয়েছে মহাকাশ থেকে৷
এটিই তার কক্ষপথে ১০০০দিন সম্পূর্ণ করেছে এবং এটি ৩৮৮টি কক্ষপথে অভিযান সম্পন্ন করেছে৷ গত ২৪সেপ্টেম্বর, ২০১৪সালে এই স্পেসক্রাফটটি মঙ্গল অভিযানের উদ্দেশে রওনা দিয়েছে৷
গত ৫ নভেম্বর, ২০১৩ তে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পিএসএলভি রকেট উৎক্ষেপন হয়েছিল৷ এরপর ১ডিসেম্বর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ছেড়ে বেরিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল৷ এই রকেট উৎক্ষেপণ হওয়ার নয় মাস পরেই মঙ্গল অভিযানের জন্য ভারত থেকে মহাকাশে পাঠানো হয়েছিল বিশেষ এয়ারক্রাফটটি৷
Posted ৩:১৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta